ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশ আধিকারিকের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল কলকাতা পুলিশ আধিকারিকের। ইনস্পেক্টর অভিজ্ঞান মুখার্জি। কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলে অফিসার-ইন-চার্জ হিসাবে কর্মরত ছিলেন।
একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন মুকুন্দপুরের একটি বেসরকারী হাসপাতালে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় আনন্দপুরের একটি বেসরকারী হাসাপাতালে। সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইন্সপেক্টর অভিজ্ঞান মুখার্জীর আকস্মিক প্রয়াণে শোকজ্ঞাপন করেছে কলকাতা পুলিশ। একইসঙ্গে তাঁর পরিবারকে সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা।
সংস্কৃতির জেলা দক্ষিণদিনাজপুরে মাত্রা ছাড়া দুর্নীতি, গৌতম পারবেন তো হাল ধরতে?
প্রয়াত সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা শীঘ্রই তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।
এর আগে কলকাতা ট্রাফিক পুলিশের ইস্ট ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন সিভিক ভলান্টিয়ার সুব্রত দাস কোভিড আক্রান্ত হয়ে মারা যান গত ১২ জুলাই।
প্রসঙ্গত রাজ্য জুড়ে রোজ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যায বাদ যাচ্ছেন না পুলিশ কর্মীরাও।শুধুমাত্র কলকাতা নয়, জেলার থানাগুলিতেও আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যেই শতাধিকের বেশী পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিতেরপক
তথ্যসূত্রঃ লালবাজার