উত্তর দিনাজপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৫২
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জেলায় নতুন করে ৫২ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের হদিশ মিলল। শুধুমাত্র রায়গঞ্জ শহরেই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩১ জন।
প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীও রয়েছেন। আতঙ্কিত শহরবাসী, উদ্বেগে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলায় এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৩৭ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।
এরমধ্যে ইসলামপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসারের করোনায় মৃত্যুর ঘটনাও রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ওই আধিকারিক রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। বাকিরাও চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
রাজ্যে পূর্ণ লকডাউনের দ্বিতীয় দিন ,১৪১ জন গ্রেফতার মাস্ক না পড়ায়
করোনায় সবচেয়ে ভয়ানক অবস্থা হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জ শহরের পুর এলাকা। রায়গঞ্জ পুরসভার ২৬ টি ওয়ার্ডের মধ্যে দুতিনটি ওয়ার্ড বাদে প্রতিটি ওয়ার্ডেই করোনা আক্রান্তের হদিশ মেলায় উদ্বিগ্ন রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ।
পুরসভার পক্ষ থেকে রায়গঞ্জের বাসিন্দাদের নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার আবেদন করে শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
জীবানুনাশক স্প্রে দিয়ে পুরো শহরের রাস্তাঘাট, দোকানপাট স্যানিটাইজিং করার কাজ করছে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ