ভারত- বাংলাদেশে প্রথম পন্যবাহী ট্রেন রওনা দিল রবিবার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হল রবিবার। প্রাথমিকভাবে রবিবার একটি ট্রেন ৫০ টি কন্টেনার নিয়ে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। এই কন্টেইনার গুলিতে ছিল টেক্সটাইল ও কসমেটিকসের জিনিস।
আমদানিকারি সংস্থা মনে করছেন এই পথে সমস্যা কম হবে। পাশাপাশি সময়ও খুব কম লাগবে। এতে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করছেন। রবিবার সকালের ট্রেন পেট্টাপোল স্টেশনে এসে পৌঁছায়।
সেখানে কাস্টম ক্লিয়ারেন্স এর পরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝেরহাট স্টেশন থেকে পন্য বোঝাই হয়েছে। বেনাপোলে পন্য নামানো হবে।
আগামী দিনে ট্রেন সংখ্যা ও বগি সংখ্যা বাড়িয়ে বাংলাদেশের যশোর-খুলনা পর্যন্ত নেওয়ার চিন্তাভাবনা রয়েছে আমদানিকারী সংস্থার।
ফের বিনা চিকিৎসায় মৃত্যু , করোনা সন্দেহে দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে পড়ে থাকলেন রোগী
এবিষয়ে কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিহির কুমার চন্দ্র বলেন, প্রচেষ্টা দীর্ঘদিনের ছিল। রবিবার প্রাথমিকভাবে একটি ট্রেন বাংলা গেল। এতে যেমন- বাণিজ্যিক সুবিধা হবে তেমনি ভারত-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হবে।
যদিও তাতে সিঁদুরে মেঘ দেখছেন পেট্টাপোল ক্লিয়ারিং এজেন্টরা। তারা মনে করছেন সড়কপথে জায়গায় যদি রেলপথে আমদানি রপ্তানির কাজ শুরু হয় তাহলে কর্মহীন হয়ে পড়বেন লক্ষাধিক মানুষ।