রাজ্যপালরা সাংবিধানিক দায়িত্ব শিকেয় তুলে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেঃ কংগ্রেস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  প্রতিটি রাজ্যের রাজভবনের মতোই কলকাতায় রাজভবনের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হল।

দেশের অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গুলির মত রাজভবনের মর্যাদাকেও বাজারে নিয়ে এসেছে মোদী সরকার। রাজ্যপালরা সাংবিধানিক দায়িত্ব শিকেয় তুলে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে।

যেই সব রাজ্যে বিরোধী রাজনৈতিকদলের গণতান্ত্রিক , নির্বাচিত সরকার আছে সেখানে বিরোধী বিধায়কদের কিনে অথবা ভয় দেখিয়ে সরকার ভেঙে দেওয়া হচ্ছে। তারপর বিজেপির এজেন্ট রাজ্যপালদের অতি সক্রিয়তায় গণতন্ত্রকে রক্তাক্ত করে বিজেপির সরকার তৈরী করে দিচ্ছে।

অধুনা সেই খেলা শুরু হয়েছে রাজস্থানে । সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে দেখা করে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে বিধানসভার অধিবেশন ডাকতে অনুরোধ করছেন।  কিন্তু রাজ্যপাল টালবাহানা করে, মোদী-শাহের ইশারায়, অধিবেশন ডাকছেন না।

আজ নতুন রুপে সংস্কার করা হল কোচবিহার পুলিশ হাসাপাতাল

দেশের আদালতের উপরও মানুষের বিশ্বাস বোধহয় তলানিতে থেকেছে। যে পরিস্থিতিতে মধ্যপ্রদেশে আদালত বিধানসভা ডাকার আদেশ দিল সেই একই পরিস্থিতিতে রাজস্থানের ক্ষেত্রে আদালত নিশ্চুপ।

সংবিধানে বিধানসভার স্পিকার এর নির্দেশের উপরে আদালত হস্তক্ষেপ করে না বলেই জানি কিন্তু রাজস্থানে আদালতের নির্দেশে বিজেপিই সুবিধা পেয়ে যাচ্ছে।

দেশে ফ্যাসিবাদ রুখতে কলকাতাতেও প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সোমেন মিত্রের নির্দেশে রাজভভবনের সামনে কংগ্রেস বিক্ষোভ দেখায়।

বাংলার রাজ্যপালের মাধ্যমেই আমরা তাঁর দরজায় দাঁড়িয়ে বলে দিলাম বিজেপির এজেন্ট হিসেবে রাজ্যপালের আচরণ পাল্টান, না হলে আরও বড় বিক্ষোভ হবে।

সম্পর্কিত পোস্ট