উৎসব ও সামাজিক অনুষ্ঠান থাকায় লকডাউন প্রত্যাহার ২ ও ৯ আগষ্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিভিন্ন উৎসব এবং সামাজিক অনুষ্ঠান থাকার কারণে ২ এবং ৯ আগস্টের সম্পূর্ণ লক ডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিল রাজ্য সরকার।

রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে রাজ্য সরকার আগস্ট মাসে সম্পূর্ণ লকডাউন এর দিনক্ষণ ঘোষণা করার পর বিভিন্ন মহল থেকে ওই দুদিন লকডাউন না করার জন্য বিভিন্ন মহল থেকে অনুরোধ এবং আবেদন এসেছে।

তাই মানুষের আবেগকে সম্মান জানিয়ে 2 এবং 9 ই আগস্ট এর সম্পূর্ণ লকডাউন এর ঘোষণা প্রত্যাহার করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আরও দুই হাজার ১৩৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬২ হাজার ৯৬৪।

অন্যদিকে এই সময়ে এখনো পর্যন্ত আরো ৩৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে আজ সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে ১৮ জন উত্তর চব্বিশ পরগনা, ১০ জন কলকাতার বিভিন্ন হাসপাতালে মারা গিয়েছেন।

ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল এক হাজার ৪৪৯ জন। যার মধ্যে ৭০৬ জন কলকাতার বাসিন্দা।

বর্তমানে ১৯ হাজার ৪৯৩জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এই সময় রেকর্ড সংখ্যক আরও ২ হাজার ১০৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে মোট ৪২ হাজার ২২ জন রোগী আরোগ্য লাভ করলেন।

অন্যদিকে আরোগ্যের হার গতকালের তুলনায় আরও একটু বেড়ে হয়েছে ৬৬ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৮ লাখ ৩৯ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হলো।

সম্পর্কিত পোস্ট