ভারতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতে নতুন রেকর্ড করোনা আক্রান্তের। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫২,১২৩ জন। মৃত ৭৭৫। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৮৩,৭৯২। মোট মৃতের সংখ্যা ৩৪,৯৬৮।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সুস্থতার হার ৬৪.৪৩ শতাংশ। সুস্থ হয়েছেন ১০,২০,৫৮২ জন।

গত ২৪ ঘন্টায় ৪,৪৬,৬৪২ জনের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ১,৮১,৯০,৩৮২ জনের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় সর্বাধিক করোনা আক্রান্ত মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং উত্তপ্রদেশের বসিন্দারা। পাঁচ রাজ্যে আক্রান্তের হার ৬৬.৪১ শতাংশ।

প্রয়াত সোমেন মিত্র – বঙ্গ রাজনীতিতে এক অধ্যায়ের সমাপ্তি

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ঘন জনবসতি পূর্ণ এলাকাগুলিতে প্রতি ১০ জনের মধ্যে ৬ জনের দেহে করোনা এন্টিবড়ি তৈরি হয়েছে। অর্থাৎ এ থেকে বোঝা যায় তাদের শরীরে করোনা বাসা বাধলেও তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে।

বুধবার কেন্দ্র সরকারের তরফে আনলক থ্রি শুরু হয়েছে। কনটেইনমেন্ট এলাকার বাইরে জিম, যোগব্যায়াম খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। যদিও অগাস্টের শেষ অবধি স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

মেট্রো রেল, সিনেমা হল, সুইমিং পুল, থিয়েটার সহ যে সমস্ত জায়গায় মানুষের ভিড় বেশী সেখান থেকে এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মৃতের সংখ্যা দেড় লক্ষ পার করে গিয়েছে। প্রায় ৯০ হাজার মৃতের সংখ্যা দাড়িয়েছে করোনা বিশ্বের করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলেও।

সম্পর্কিত পোস্ট