নব নির্বাচিত কোর কমিটিতে রদবদল,সহ সভাপতি হলেন মইনুল এবং ব্রাত্য
দ্য কোয়ারি ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কোর কমিটির ভারচুয়াল প্রথম বৈঠক হয়ে গেল শুক্রবার। দলকে আরও শক্তিশালি করার লক্ষ্যে, দলের পুরোনো কর্মীদের দলে যথাযোগ্য সন্মান দিয়ে ফেরানো সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবারের কোর কমিটির বৈঠকে। বৈঠকের সিদ্ধান্ত রাজ্য কমিটিতে পেশ করা হবে বলে দলীয় সূত্রে খবর।
কয়েকদিন আগেই দলের সাংগঠনিক স্তরে রদবদল করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন-প্রবীণের সংমিশ্রণে নয়া রাজ্য কমিটি থেকে শুরু করে জেলা কমিটি তৈরি করেছিলেন তিনি। এবার সেই কমিটিতেই সামান্য কিছু রদবদল করলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সংগঠনের সহ সভাপতি করা হল প্রাক্তন সাংসদ মইনুল হাসানকে।
2018 সালের একুশে জুলাইয়ের মঞ্চে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মইনুল। সেই সময়ই তাঁকে বলা হয়েছিল রাজ্য সংগঠনের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হবে। তবে এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো গুরুত্বপূর্ণ পদে তাঁকে বসানো হয়নি।
আবারও সেরার তালিকায় বাংলা, মানুষের অভাব অভিযোগ নিষ্পত্তি করে মমতার দপ্তর জিতল স্কচ অ্যাওয়ার্ড
অবশেষে এদিন দলের তরফে জানানো হয় তাঁকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে। মইনুল হাসানের পাশাপাশি এদিন সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী ব্রাত্য বসুকে।
প্রথমে শিক্ষা, তারপর পর্যটন সহ একাধিক দফতরের দায়িত্ব সামলেছেন ব্রাত্য বসু। বিধায়ক হিসাবেও সর্বদাই থাকে অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছে। তবে রাজ্যস্তরের সংগঠনের সেভাবে সক্রিয় ভূমিকায় তাঁকে আগে দেখা যায়নি।
অবশেষে শুক্রবার তাকে রাজ্য তৃণমূলের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হল। এই দুজন ছাড়াও ইতিমধ্যেই সহ-সভাপতির তালিকায় রয়েছেন রয়েছেন ১৭ জন।
এরমধ্যে অমিত মিত্র, সুব্রত মুখার্জি, সৌগত রায়, শিশির অধিকারী, শোভন দেব চট্টোপাধ্যায়, দীনেশ ত্রিবেদীর মতো প্রথম সারির নেতারা রয়েছে।