গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পেরোলো ৫২ হাজার

দ্য কোয়ারি ডেস্ক: কয়েকদিন আগেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল করোনা আক্রান্তের সংখ্যা। সেই ধারা সোমবারও বজায় থাকল৷

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫২,৯৭২ জন। সুস্থ হয়েছেন ৪০ হাজারের অধিক৷

সোমবার অবধি ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৮,০৩, ৬৯৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত ৭৭১ জন। করোনা সংক্রমণে ভারতে মোট মৃতের সংখ্যা ৩৮,১৩৫।

বিশ্বের মধ্যে ভারতে করোনা সংক্রমণে মৃতের হার সব থেকে কম বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১১,৮৬,২০৩। সুস্থতার হার ৬৫.৭৭ শতাংশ। কোভিড একটিভ রোগীর সংখ্যা ৫,৭৯,৩৫৭।

ভারতে সর্বাধিক করোনা সংক্রমণের সংখ্যা রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও। ছয় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১২ লক্ষের অধিক।
শেেে

মধ্যে সর্বাধিক কোভিড আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। আক্রান্ত হয়েছেন ৪,৪১,২২৮ জন। ১৫,৫৭৬। সুস্থ হয়েছেন ২,৭৬,৮০৯ জন।

তামিলনাড়ুতে কোভিড আক্রান্ত হয়েছেন ২,৫৭,৬১৩। মৃত ৪১৩২।

অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১,৫৮,৭৬৪। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১,৩৮,৬৭৭।

কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ১,৩৪,৮১৯ জন। মৃত ৮১৯ জন।

উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৯২,৯২১। মৃত ১৭৩০।

সংবাদসংস্থা এএফপি খবর অনুযায়ী, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১,৮২,৩৪,৯৩৬।

প্রতিদিন গোটা বিশ্বে গড় সংক্রমণের সংখ্যা আড়াই লক্ষেরও অধিক। মৃত ৬,৯২,৭৯৪। সুস্থ হয়েছেন ১,১৪,৪৪,৮২১ জন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় সর্বাধিক আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৪৬,৫৭,৬৯৩। মৃত ১,৫৪,৭৯৩। সুস্থ হয়েছেন ২৩,৮০,২১৭ জন।

আগামী এক দশক ধরে এর প্রভাব বোঝা যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনেক দেশেই দ্বিতীয়বার করোনার দেখা মিলছে।

যার প্রভাব প্রথমবারের থেকেও ভয়ানক। ভ্যাক্সিন ছাড়া এই মারন রোগের হাত থেকে বাঁচার কোনও উপায় নেই বলে জানিয়েছেন হু।

তবে প্রাথমিকভাবে রোগের থেকে দুরে থাকতে নিয়মিত হাত সাফ, মাস্ক পড়া এবং শারিরীক দুরত্ব বজায় রেখে চলার নির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

সম্পর্কিত পোস্ট