জেক্সপো এখনই বাতিল নয়: কারিগরি শিক্ষা সংসদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পলিটেকনিকে ভর্তির প্রবেশিকা জেক্সপো এখনই বাতিল বলা হচ্ছে না। বরং, ২৪ আগস্ট পর্যন্ত অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের চেয়ারম্যান সুব্রত বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসুর অনুমোদন পেলেই ওয়েবসাইটে তা তুলে দেওয়া হবে। এই পরীক্ষায় কয়েক লাখ আবেদন জমা পড়ে। কিন্তু এবছর কোভিডের কারণে জেক্সপো বাতিলই করতে হচ্ছে বলে ধরে নিয়েছিল কেউ কেউ।
অন্যদিকে পলিটেকনিকের বিভিন্ন সেমেস্টারের মূল্যায়ন নিয়ে কলেজগুলির পদক্ষেপ ঘিরে বিভ্রান্তি চলছেই। কৃষ্ণনগরের একটি সরকারি পলিটেকনিক কলেজে মঙ্গলবার রাতে পড়ুয়াদের জানানো হয়, বুধবার ভাইভা নেওয়া হবে। এতে পড়ুয়ারা ব্যাপক ক্ষিপ্ত হন।
এখনই লোকাল ট্রেন পরিষেবা নাও চালু করা হতে পারে: রেল
কারণ, ওই ভাইভার নম্বর তাঁদের সার্বিক ফলাফলে ভূমিকা রাখবে। এমন একটি পরীক্ষা কয়েক ঘণ্টার নোটিসে কীভাবে নেওয়া যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পড়ুয়ারা।
সংসদ তা জানতে পেরে পরীক্ষা বাতিল করে বলে খবর। কিন্তু মূল্যায়ন নিয়ে কলেজগুলির মধ্যে কোনও সমন্বয় কেন নেই, সেই প্রশ্নও উঠছে।