স্বাস্থ্যবিধি মেনে শীঘ্রই খুলতে চলেছে সংসদ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার গ্রাসে গোটা দেশ। বাদ যায়নি ভারতও। ভারতে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা ২ লক্ষের অধিক। কিন্তু এরই মধ্যে স্বাস্থ্য বিধি মেনেই খুলতে চলেছে সংসদ।

সূত্রের খবর, বেশ কিছু সম্ভবনার কথা মাথায় রেখেই আগামী সেপ্টেম্বরেই মনশুন অধিবেশন শুরু করার পক্ষে সম্মতি দিয়েছে লোকসভা এবং রাজ্যসভা- উভয়কক্ষের দুই প্রিসাইডিং অফিসার। ২৩ মার্চ সারা দেশে লকডাউন ঘোষণার কারণে বন্ধ ছিল সংসদের দুই কক্ষ।

স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন সময়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হতে পারে। বলা হচ্ছে লোকসভা মর্নিং শিফটে হলে রাজ্যসভা ইভিনিং শিফটে হতে পারে।

অথবা একদিন অন্তর অন্তর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসতে পারে।

এক্ষেত্রে লোকসভার ৫৪২ জন সদস্যের মধ্যে ১৬৮ জন লোকসভা কক্ষে উপস্থিত থাকবেন। বাকিরা বাকিরা রাজ্যসভা এবং দুই কক্ষের গ্যালারিতে উপস্থিত থাকবেন।

একইভাবে ২৪১ জন সদস্যের রাজ্যসভা কক্ষের মধ্যে শারীরিক দুরত্ব বজায় ৭৬ জন উপস্থিত থাকবেন। বাকিরা লোকসভা এবং উভয় কক্ষের গ্যালারিতে উপস্থিত থাকবেন।

দুই কক্ষের ক্ষেত্রেই বয়স্ক সদস্যদের কথা মাথায় রেখেই সামনের সারি এড়িয়ে যাওয়া কথা জানানো হয়েছে।

শারিরীক দুরত্বের কথা মাথায় রেখে প্রত্যেকটি রোয়ের মধ্যে পলিকার্বোনেটেড যুক্ত কৃত্রিম দেওয়ালের ব্যবস্থা করা হবে।
সংসদের গ্যালারিতে উপস্থিত সদস্যদের জন্য স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা থাকবে।

প্রত্যেকের জন্য আলাদা করে মাইক্রোফোনের ব্যবস্থা করা থাকবে। প্রত্যেকের বক্তব্য প্রতিটি হাউস এবং গ্যালারিতে দেখানো হবে।

জেক্সপো এখনই বাতিল নয়: কারিগরি শিক্ষা সংসদ

এখন প্রশ্ন হল, কোন দলের সদস্যরা কোথায় বসবেন? সূত্রের খবর, কোন দল সংসদে কতটা ক্ষমতাশালী তার ওপর নির্ভর করেই বসার ব্যবস্থা করা হবে।

ন্যশনাল ইনফোমেটিক্স সেন্টারের তরফে একটি অ্যাপ আনা হয়েছে। যার মাধ্যমে সদস্যরা সংসদে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে সংসদে ভোট প্রক্রিয়ার দায়িত্ব এনআইসির মাধ্যমে করার প্রস্তাব দেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। সেক্ষেত্রে প্রত্যেক সদস্য নিজ নিজ নির্বাচনী ক্ষেত্রে থেকেই ভোট করতে পারতেন।

কিন্তু লোকসভা স্পিকার ওম বিড়লা সকলকে সংসদে উপস্থিত থাকার প্রস্তাব দেন। সব মিলিয়ে শারিরীক বিষয়ের কথা মাথায় রেখে সংসদ কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ২২ সেপ্টেম্বরের আগেই শুরু হতে পারে অধিবেশন। এমনটাই সূত্রের খবর।

সম্পর্কিত পোস্ট