বিজেপি সাংসদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করলেন ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ইমেজ নষ্ট করার অভিযোগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের।

৪ অগাস্ট রাঁচি সিভিল আদালতে মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

বিজেপি সাংসদ ছাড়াও টুইটার কমিউনিকেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং ফেসবুক ইন্ডিয়া অনলাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছে।

অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় একাধিক ইস্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তোপ দাগেন বিজেপি সাংসদ।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ২০১৩ সালে মুম্বইয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ তোলেন তিনি। তার প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী জানান, আইনি পথে হাঁটবেন তিনি।

পাশাপশি এও অভিযোগ ওঠে গত ২৭ শে জুলাই থেকে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ এনে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন নিশিকান্ত দুবে।

স্বাস্থ্যবিধি মেনে শীঘ্রই খুলতে চলেছে সংসদ

এবিষয়ে টুইটার কমিউনিকেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং ফেসবুক অনলাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোনও পদক্ষেপ না নেওয়ায় তাদের বিরুদ্ধেও আইনি পথ অবলম্বন করেন মুখ্যমন্ত্রী।

৫ অগাস্ট মামলাটি রাঁচি আদালতে উত্থিত হয়। যার পরবর্তী শুনানি ২২ অগাস্ট। কিন্তু এরই মাঝে ৬ অগাস্ট ফের মুখ্যমন্ত্রী সোরেনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হন বিজেপি সাংসদ।

সম্পর্কিত পোস্ট