জাতীয় শিক্ষানীতির মূল্যায়ণে রাজ্যের কমিটি নিয়ে আক্রমণ বাবুলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জাতীয় শিক্ষানীতির মূল্যায়ণে শিক্ষা দফতরের তরফে যে কমিটি গড়া হয়েছে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
তাঁর অভিযোগ, এই কমিটি মুখ্যমন্ত্রীর অঙ্গুলীহেলনেই তাঁদের রিপোর্ট দেবেন।
সম্প্রতি এক ভিডিও বার্তা প্রকাশ করে তিনি বলেন, আগে বিরোধিতা করা হবে তারপর কমিটি বিরোধিতার কারণ সন্ধান করবে-এটা ঠিক নয়। যারা কমিটির সদস্য হয়েছেন এদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, তাদের কি লিখতে হবে এবং তাদের কমিটির রিপোর্ট কি হবে- এটা অনেক আগেই মাননীয়া নির্দেশ দিয়ে দিয়েছেন। ওনার অনুপ্রেরণায় কি কি লিখতে হবে তাও উনি বলে দিয়েছেন।
প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি নিয়ে অবস্থান ঠিক করতে একটি কমিটিও গড়েছে রাজ্য। এই কমিটিতে তৃণমূল সাংসদ সৌগত রায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সব্যসাচী বসু রায় চৌধুরী, অভীক মজুমদার, পবিত্র সরকার এবং সুরঞ্জন দাসকে নিয়ে গঠিত কমিটি গঠন করা হয়।
কোভিড আপডেটঃ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৪,৩৯৯ জন
এই কমিটি আগামী ১৫ অগস্টেরমধ্যে তাদের রিপোর্ট দেবে। তার উপর ভিত্তি করেই নিজের অবস্থান জানাবে রাজ্য।
এদিন এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয়ো আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশের বিদগ্ধ শিক্ষাবিদরা বসে দিনের পর দিন আলোচনা করে তারপর এই শিক্ষা নীতি তৈরি করা করেছে। যদি এক্ষেত্রে কোনও আপত্তি থাক তা অবশ্যই কেন্দ্রীয় সরকারকে জানাতে পারেন। এটাই তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। আপনার যদি কোনও ভাল পরামর্শ থাকে তাও আপনি জানাতে পারেন।
প্রসঙ্গত, ইউজিসির ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রথমবারের জন্য মত প্রকাশ করেন। তারপরই শিক্ষানীতি নিয়ে রাজ্য সরকারের ভূমিকাকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।