বন্দে ভারত মিশনে না ফিরিয়ে বাংলার বাসিন্দাদের ফেরানোর দায়িত্ব নিক রাজ্যঃ কেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঢাঁকঢোল পিটিয়ে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে বন্দে ভারত মিশন চালু করেছিল ভারত সরকার।
অথচ এই প্রকল্পে বাংলাদেশে আটকে পড়া ২৬৮০ জন ভারতীয়কে না ফিরিয়ে এদের ফেরানোর দায়িত্ব রাজ্যকে নিতে বলল কেন্দ্র। জানা গিয়েছে, এই ২৬৮০ জনের মধ্যে সিংহভাগই বাংলার বাসিন্দা।
কাজেই তাদের ফেরানোর দায়িত্ব ও খরচ কেন্দ্র বহন করতে চাইছে না। উল্টে রাজ্যের ঘাড়ে চাপিয়ে তারা দেখাতে চাইছে বাংলার বাসিন্দাদের ফেরাতে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।
গত মার্চ মাসে লকডাউন কার্যকর হওয়ার পর থেকেই বাংলাদেশে আটকে রয়েছেন তাঁরা। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই সে দেশ থেকে ঘরে ফেরার পথ বন্ধ। ফলে চরম দুর্দশার মধ্যে রয়েছেন।
পরিস্থিতি ক্রমে খারাপ হওয়ায় বাংলাদেশ সরকারের তরফ থেকে এদের ত্রাণ শিবিরে রাখা হয়। তবে যেহেতু তাদের খাওয়া-দাওয়া ভরণ-পোষণের খরচ এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে বহন করতে হচ্ছে। তাই তাদের তরফ ভারত সরকারের বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানানো হয় এই ভারতীয়দের যেন দেশে ফিরিয়ে নেওয়া হয়।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে চলবে না লোকাল ট্রেন-মেট্রো
গোটা বিশ্বে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরানোর জন্য কেন্দ্র উদ্যোগী হয়েছে। অথচ এদের বিমান পথের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার খরচ বহন করতে চাইছেনা কেন্দ্র।
বরং এই দায় রাজ্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিব রাজিব সিনহাকে চিঠি লেখে কেন্দ্র। এই চিঠিতে বিদেশমন্ত্রকের অতিরিক্ত সচিব বিক্রম দুরাইস্বামী লিখেছেন,’প্রায় ২৭০০ ভারতীয় নাগরিক আটকে আছেন বাংলাদেশে। এঁদের সিংহভাগ পশ্চিমবঙ্গের বাসিন্দা। দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নিন। অত্যন্ত দুর্ভোগের মধ্যে ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন এরা। পেট্রাপোল আর চাংড়াবন্ধা সীমান্তের ওপারে অপেক্ষারত তাঁরা। এর মধ্যে ২৩৯১ জন বেনাপোল পেট্রাপোল হয়ে ফিরতে চাইছেন।’
উল্লেখ্য, একই ধরনের আবেদন কেন্দ্রের তরফ থেকে আগেও রাজ্য সরকারকে করা হয়েছিল। তখনই রাজ্যের তরফে কেন্দ্রকে বলা হয়েছিল এই মুহূর্তে রাজ্যের স্থল সীমান্ত দিয়ে মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ফলে সেখানে কোয়ারেন্টাইনের কোনো ব্যবস্থা নেই। বরং এদের বন্দে ভারত মিশনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হোক। বিমান বন্দরের মাধ্যমে দেশে ফিরলে ওই ভারতীয়রা আদেও করোনা আক্রান্ত কিনা তার সঠিক পরীক্ষা করে কোয়ারেন্টাইন করা যাবে।
যদিও কেন্দ্রীয় সরকার রাজ্যের সেই যুক্তিতে কর্ণপাত করতে চাইনি। উল্টে ফের রাজ্যকেই সেইসব বাঙালিদের ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হওয়ার কথা বলেছে।