সঙ্কটজনক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়, বাড়ছে উদ্বেগ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং আরও অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
৮৪ বছর বয়সী বর্ষীয়ান কংগ্রেস নেতার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরার পর নয়াদিল্লির আর্মি রিসার্চ ও হাসপাতালের তরফে জানানো হয়, সোমবার জরুরীভিত্তিক অপারেশনের পরেও উন্নতির কোনও লক্ষণ দেখা যায়নি।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখ্যোপাধ্যায়ের অবস্থা সংকটজনক। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
একটানা বৃষ্টিতে ফুঁসছে দামোদর, আশঙ্কায় দিন গুনছে বাগনান, আমতা এবং উদয়নারায়নপুরের মানুষ
সোমবার কোভিড পজিটিভ ধরা পড়ার পর নিজেই টুইট করে সেই খবর জানান প্রণব মুখ্যোপাধ্যায়। পরে জানা যায় রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান প্রণব বাবু।
নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে প্রণব বাবুর। সোমবার দু’বার অস্ত্রোপচারের পর কোনও সুরাহা মেলেনি।