খুব শীঘ্রই বাজারে কোভিড-১৯ ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া, দাবি প্রেসিডেন্ট পুতিনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ সময় ধরে বিশ্বজুড়ে চলছিল গবেষণা। ভ্যাকসিন তৈরি একেবারে শেষের পথে দাবী করছিল পুতিনের দেশ। মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা ভ্যাকসিন আবিষ্কার করেছে তাঁর দেশ।

যদিও শুরু থেকে এই বিষয়ে মান্যতা দিতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এই ভ্যাকসিন মানুষের শরীরে সম্পুর্ণ নিরাপদ বলে দাবী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এমনকি নিজের মেয়ের শরীরে এই ভ্যাকসিনের টিকা দেওয়া হয়েছে বলে দাবী করেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে মস্কোর গামালেয়া ইনস্টিটিউটের প্রথম আবিষ্কার কোভিড-১৯ ভ্যাকসিন । বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিনটি দ্রুত ট্রায়ালের পর সবুজ সংকেত দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রক।

এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয় ১৮ জুন। প্রথম পর্যায়ের ট্রায়ালের পরে রাশিয়ার তরফে জানানো হয়, ভ্যাকসিন মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। দু’দফায় টিকার ট্রায়াল হয়। দ্বিতীয় দফার ট্রায়ালের পর এতে সবুজ সংকেত দেয় রুশ স্বাস্থ্য মন্ত্রক।

সরকার রক্ষায় নরমপন্থা অবলম্বন গেহলোটের

যদিও এত কম সময়ের মধ্যে কিভাবে টিকা তৈরি করা গেল? তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এমনকি টিকার উপযোগিতা নিয়ে প্রশ্ন তোলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

তারপরেও মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানান, ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের কাজ শেষ। খুব শীঘ্রই বাজারে কোভিড-১৯ ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া।

সেপ্টেম্বরের মধ্যে কয়েক লক্ষ ভ্যাকসিনের ডোজ তৈরি হবে বলে ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরোশকো। আগামী সপ্তাহের মধ্যেই সামনের সারিতে কর্মরত পুলিশ, ডাক্তারদের এই ভ্যাকসিন দেওয়া চালু হবে বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট