সাময়িকভাবে উপান্নে সরছে মমতার দফতর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে সাময়িকভাবে নবান্ন থেকে সরিয়ে নেওয়া হল মুখ্যমন্ত্রীর। নবান্নের পাশে নব নির্মিত উপান্নতে মুখ্যমন্ত্রীর দফতর স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই নবান্নে করোনা সংক্রমণ রুখতে লিফট ও মূল ফটকের ব্যবহারে কিছু বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। সম্প্রতি বেশ কয়েক দফায় নবান্নের বিভিন্ন দফতর এমনকি খোদ মুখ্যমন্ত্রীর দফতরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
বিগত তিন মাসে একাধিকবার গোটা নবান্ন স্যানিটাইজ করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক কাজে যাতে কোনও বাধা না আসে, তার জন্যই মুখ্যমন্ত্রীর গোটা দফতরকে সাময়িকভাবে উপান্নে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পণের দাবিতে গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
নবান্নের ভিআইপি করিডোরে দুটি লিফট রয়েছে।ওই দুটি লিফটের মধ্যে একটি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক ছাড়া আর কেউ তা ব্যবহার করতে পারবেন না।
অন্য লিফটটি ব্যবহার করবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিসের ডিজি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিকরা। এছাড়া ভিআইপি করিডোরের উলটোদিকে রয়েছে আরও তিনটি লিফট।
সেগুলি নবান্নের কর্মীরা ব্যবহার করেন। এবার থেকে ওই তিনটি লিফটের একটি ব্যবহার করবেন বিভিন্ন দফতরের প্রধান সচিব ও আধিকারিকরা।