করোনায় আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মোহন্ত নিত্য গোপাল দাস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অয্যোধ্যা রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মোহন্ত নিত্য গোপাল দাসের করোনা পজিটিভ। গত সপ্তাহে রামমন্দিরের ভূমি পুজার অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং আরএসএস প্রধান মোহন ভগবত।

এই মুহুর্তে নিত্য গোপাল দাস মথুরায় রয়েছেন। মথুরার জেলাশাসক সর্ভাগ্য রাম মিশ্র জানিয়েছেন, মহারাজের জ্বরের খবর পেয়েই চিকিৎসকের একটি টিম পাঠানো হয়। জ্বরের সঙ্গে অল্প শ্বাসকষ্টের কথা জানতে পেরে এন্টিজেন টেস্ট করানো হয়। সেখানেই করোনা পজিটিভ ধরা পড়ে।

করোনা পরিস্থিতিতে খুলল স্কুল, স্বাস্থ্য বিধি মেনেই চলল দশম শ্রেণীর পঠনপাঠন

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশতো তাঁকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

রামমন্দির ভূমি পুজার একদিন আগে পুজারী প্রদীপ দাস সহ ১৪ জন নিরাপত্তা রক্ষী আক্রান্ত হন। তখন থেকেই সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই ভূমিপুজার কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট