SBSTC-এর তরফে চালু অগ্রিম টিকিট বুকিং সিস্টেম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার সংক্রমণ রুখতে ও তার পাশাপাশি যাত্রীদের দীর্ঘ লাইন ও ভিড় এড়িয়ে নিরাপদে বাসের টিকিট কাটার সুযোগ করে দিতে রাষ্ট্রায়ত্ত দক্ষিণবঙ্গ পরিবহন নিগম এস বি এস টি সি অগ্রিম টিকিট বুকিং সিস্টেম চালু করেছে।
প্রাথমিকভাবে তাদের হাতে থাকা ছটি কিওস্কে এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলে সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী জানিয়েছেন।তিনি বলেন, ‘নতুন ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা যাত্রার একমাস আগের থেকেই বাসের টিকিট বুক করতে পারবেন।
একমাস পর বিরল ছবি, গেহলোটের বাসভবনে কংগ্রেসের পরিষদীয় বৈঠকে শচীন
এস বি এস টি সির পরিষেবার আওতায় থাকা ১২ টি জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের যাত্রীদের কথা মাথায় রেখেই বিশেষভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
দীপ্তাংশু বাবু আরও বলেন, ‘ বর্তমানে এস বি এস টি সি ৩৫৭ টি রুটে ৯৬৪ টি বাস চালায়। বর্তমানে আধুনিক টিকিট বুকিং ব্যবস্থা সহ ৬ টি কিয়স্ক চালু করা হলেও ভবিষ্যতে ৩৮ টি এ ধরনের কিয়স্ক চালু করা হবে। যাতে যাত্রীদের বাস টার্মিনাসে টিকিটের জন্য আর লাইন দিতে হবে না। এর পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবিলায় কলকাতায় ৩০০ টি বাস পরিষেবা চালু করা হয়েছে।’
মানুষকে যাতে রাস্তায় বেরিয়ে কোন অসুবিধায় না পড়তে হয় সেদিকে নজর রাখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।