কোভিড আপডেটঃ ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪,৫৫৩ জন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত কয়েকদিন ধরেই ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের বেশি ধরা পড়ছিল।শুক্রবারও সেই ধারা বজায় থাকল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪,৫৫৩ জন। সেই সঙ্গেই দেশের মোট কোভিড পজিটিভ রোগীর সংখ্যা দাড়ালো ২৪,৬১,১৯০।
গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ১০০৭ জনের৷ যা এখনও অবধি সর্বাধিক। ভাইরাসে মৃতের সংখ্যা ৪৮ হাজারের গন্ডি পার করেছে। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী মৃতদের মধ্যে ৭০ শতাংশ কোমর্বিডিটর কারণে মারা গিয়েছেন৷
মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১১,৮১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫,৬০,১২৬। গত ২৪ ঘন্টায় মৃত ৪১৩ জন।
বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের গুঞ্জন, দিলীপকে তলব নাড্ডার
তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫,৮৩৫। মোট আক্রান্তের সংখ্যা ৩,২০,৩৫৫। গত ২৪ ঘন্টায় মৃত ১১৯।
অন্ধ্রপ্রদেশে গগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৯,৯৯৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,৬৪,১৪২ জন। গত ২৪ ঘন্টায় মৃত ৮২ জন।
কর্ণাটকে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬,৭০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,০৩,২০০ জন৷ গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৩ জনের।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে , দেশে করোনা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দেওয়ার কারণে কোভিড আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কোভিড চিকিৎসা ও গবেষণা সংক্রান্ত বিষয়ের খুঁটিনাটি বিষয়ে তৈরি হয়েছে টাস্ক ফোর্স।