মেসিদের বিরুদ্ধে ঐতিহাসিক জয় ব্রায়ানের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০২০ এর উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সাকে একেবারে কোণঠাসা করে দিল ব্রায়ান মিউনিখ। মেসি বাহিনীর বিরুদ্ধে ৮-২ গোলে জয় আনল জার্মান ডাই রটেন।
এখনও অবধি চ্যাম্পিয়নস লিগে যতগুলি ম্যাচ হয়েছে, তার মধ্যে এই ম্যাচটিকে আকর্ষণীয় বলে মনে করা হচ্ছিল। শুরু থেকেই ম্যাচের উত্তেজনা ছিল একেবারে টানটান।
চার মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ব্রায়ান তারকা টমাস মুলার। ঠিক সাত মিনিটের মাথায় দাভিদ আলবার ওন গোলে সমতা ফেরায় বার্সা। কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় ব্রায়ান। ২১ মিনিটে প্যারিসিচের গোল ব্রায়ানকে ২-১ গোলে এগিয়ে দেয়।
২৭ মিনিটের মাথায় ব্রায়ানের হয়ে তৃতীয় গোলটি করেন গ্যাবেরি। ঠিক ৩১ মিনিটের মাথায় দুর্দান্ত গোলে প্রথমার্ধেই ব্রায়ানের জয় নিশ্চিত হয়ে যায়।
কিন্তু দ্বিতীয়ার্ধেও ব্রায়ানের আক্রমণের ধাঁচ কমেনি। শুরুতে একটু চাপ তৈরি করে বার্সেলোনা। ৫৭ মিনিটে মেসির বাড়ানো পাসে দুরন্ত গোল করেন সুয়ারেজ। খেলার ফলাফল ৪-২। এরপর গোটা ম্যাচ ধরে চলল ব্রায়ানের জাদু।
৬৩ মিনিটের মাথায় কিমিচের বুলেট শটে বল গিয়ে জড়ায় বার্সার জালে। এরপর বোয়েটাং এবং গ্যাবেরির পরিবর্তে সুলে কুটিনহোকে নামান কোচ হান্স ডায়াটার। ব্যস এতেই কাজ। ৮২ মিনিটে কুটিনহোর বাড়ানো পাশে হেডে গোল করেন লিওডোনাস্কি।
ম্যাচের ঠিক শেষ মুহুর্তে ৮৫ মিনিট এবং ৮৯ মিনিটে পরপর দুটি গোল করে ব্রায়ান মিউনিখকে ঐতিহাসিক জয় এনে দেন কুটিনহো। খেলার ফলাফল ব্রায়ান ৮, বার্সা ২।
বিশেষজ্ঞদের মতে এদিন বার্সার বিধ্বস্ত ডিফেন্সের জেরেই এই হার। পাশাপাশি গ্রিজম্যানের মত দক্ষ খেলোয়াড়কে শুধুমাত্র দ্বিতীয়ার্ধে ব্যবহার করেছেন কোচ কাভাঙ্ক। ফলে বার্সার ওপর আক্রমণ শানাতে আরও সুবিধা হয়েছে আত্মবিশ্বাসে ভরপুর ব্রায়ানের।
চার নম্বর কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে অলিম্পিক লায়োনেস। ম্যাচে জয়ী দলের সঙ্গে সেমিফাইনালে লড়াই ব্রায়ান মিউনিখের। গত ম্যাচে জুভেন্তাসকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁচেছে অলিম্পিক। তাই তাঁদেরকে হাল্কাভাবে নিচ্ছেন না কোচ পেপ গুয়ার্দিওলা।