ফুল বদল বিজেপির প্রাক্তন মুখপাত্র কিশানু মিত্রের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০১৯ লোকসভা নির্বাচনে সাফল্যের পর কিছুদিন বিজেপিতে জোয়ার এসেছিল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। তারপরই শুরু উল্টোস্রোত বইতে শুরু করে।
বিজেপি থেকে ঘরওয়াপসি শুরু হয় তৃণমূলে। এখন আবার এক হেভিওয়েট নেতাকে দলে নিয়ে তৃণমূল জোর ঝটকা দিল বিজেপি ও আরএসএসকে।
মতানৈক্যের কারণে দল ছাড়লেন একসময়ে বিজেপির মুখপাত্র কৃশাণু মিত্র। সোমবার তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন।
কৃশানুর পাশাপাশি এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিভিন্ন পদে থাকা গুরুত্বপূর্ণ একাধিক নেতা। এঁরা হলেন, রাজু ঘোষ, অরুণ বিশ্বাস, শান্তনু ঘোষ, বিশ্বরূপ মুখোপাধ্যায় প্রমুখ।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় পদাধিকারীরা ছাড়াও এদিন তিন হাজার কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন যোগদান পর্ব প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করার জন্য নেতা-কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন। বাংলার মানুষের জন্য কাজ করতে হবে। আমরা সবাই সেই লক্ষ্যে অবিচল থাকতে হবে।
উল্লেখ্য আরএসএস, বিজেপির সঙ্গে কৃশাণু মিত্রর সম্পর্ক বহু বছরের। বঙ্গ বিজেপির সক্রিয় কর্মী থেকে দলের মুখপাত্রের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৬ সালের বিধানসভা ভোটে কামারহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন।
করোনা আবহে অঙ্গ প্রতিস্থাপন করে নজির কলকাতায়
কিন্তু সিপিএমের মানস মুখোপাধ্যায়ের কাছে ভোটে হেরে যান। এরপরই রাহুল সিনহা ঘনিষ্ঠ নেতা তথা দলের মুখপাত্র অভিযোগ তুলেছিলেন, তাঁকে ইচ্ছে করে হারানো হয়েছে এবং তার নেপথ্যে দলেরই একাংশের হাত আছে।
এ নিয়ে মূলত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মতবিরোধ তৈরি হতে শুরু করে কৃশাণু মিত্রর। ২০১৭ নাগাদ তা এতটাই চরমে ওঠে যে কৃশাণুবাবু দলের সমস্ত দায়িত্ব ছেড়ে সম্পর্ক ছিন্ন করেন।
অবশ্য তাঁর দলত্যাগকে তেমন গুরুত্ব দিতে চাননি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য ছিল, কৃশাণু দলে নিষ্ক্রিয় হয়ে পড়ছিলেন। তাই তাঁর পদত্যাগে বঙ্গ বিজেপির কোনও ক্ষতি হবে না।
তিনি শিবির বদলে তৃণমূলে যোগ দেবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিলই। মদন মিত্রর সঙ্গে ঘনিষ্ঠতা বারবার তা উসকে দিয়েছিল। শেষপর্যন্ত জল্পনা সত্যি করে কৃশাণু মিত্র আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন যুযুধান শিবির, রাজ্যের শাসকদলে।
এদিন তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর হাতে পতাকা তুলে দিয়ে বলেন, বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা এখন তৃণমূলে যোগ দিচ্ছেন। আমার পাশেই বসে রয়েছেন বিজেপির প্রাক্তন মুখপাত্র কৃশাণু মিত্র।
এছাড়া বিভিন্ন জেলা থেকে পদাধিকারীরাও এসেছেন আজ আমাদের দলে যোগ দিতে। ফলে একুশের আগে বিজেপির গড়ে ভাঙন ধরিয়ে আরও শক্তি বাড়াল রাজ্যের শাসক শিবির।