ছায়াসঙ্গীকে হারিয়ে বিষণ্ণ বিমান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ছায়াসঙ্গীর মতো সঙ্গেই থাকতেন সারাক্ষণ। তবে সেই বন্ধুত্ব ছিন্ন হল এবার। প্রয়াত হলেন বামনেতা বিমান বসুর দীর্ঘদিনের সঙ্গী দিলীপ গিরি। শনিবার গভীর রাতে মৃত্যু হয়েছে তাঁর।
বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে টাইফয়েড ধরা পড়ে। আরও ভাঙতে থাকে শরীর। শনিবার গভীর রাতে শেষ হয় লড়াই। তাঁর মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছেন বিমানবাবু।
আলিমুদ্দিন স্ট্রিটের অনেক ঘটনার সাক্ষী থেকেছেন দিলীপ গিরি। অনেক লড়াই, উত্থান পতন, বিপ্লবের সাক্ষী তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা আলিমুদ্দিন।
খাতায়কলমে কমরেড নন দিলীপ গিরি, পার্টি অফিসের এক গাড়িরচালক । কিন্তু বিমান বসুর সঙ্গে দিলীপ গিরির সখ্য অনেকটাই গভীরের। ৩০ বছরেরও বেশি সময় ধরে ছায়াসঙ্গীর মতো বিমান বসুর সঙ্গে ঘুরতেন তিনি।
নানা ওঠাপড়ার সাক্ষীও থেকেছেন। একে অপরের প্রতি এতটাই শ্রদ্ধাপ্রবণ ছিলেন যা দেখে অবাক হতেন অন্যেরাও। পার্টির হোলটাইমার বিমান বসু পার্টি অফিসে থাকার সুবাদে আলোচনা, পরামর্শের আদানপ্রদান একটু বেশিই হতো।
ফুল বদল বিজেপির প্রাক্তন মুখপাত্র কিশানু মিত্রের
শুধু বিমান বসুই নন, অন্যান্য নেতা, কর্মীদের সঙ্গেও দিলীপ গিরির আন্তরিক সম্পর্ক ছিল। তাঁর মতো প্রকৃত ভাল মানুষ কমই দেখেছেন, এমনই অভিজ্ঞতা পার্টির কর্মীদের।
এদিকে, আলিমুদ্দিনে করোনা আতঙ্ক চরমে। তিনজন গাড়িচালক, কর্মী ছাড়াও পার্টি অফিসের সবসময়ের দায়িত্বে থাকা হোলটাইমার সর্বাণী সাঁতরাও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। এ নিয়ে সিপিএম সদর দপ্তরে ৭ জন করোনা পজিটিভ।
বর্ষীয়ান নেতা বিমান বসুকে কার্যত ঘরবন্দি করে রাখা হয়েছে। দলের চিকিৎসক-নেতাদের পরামর্শ, তিনতলায় নিজের ঘর থেকে যেন বাইরে না বেরন বিমান বসু। এবং তাঁর সঙ্গে দেখা করার ক্ষেত্রেও জারি হয়েছে বিধিনিষেধ।
এমনকী এই মুহূর্তে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও আর একান্ত প্রয়োজন ছাড়া পার্টি অফিসে আসছেন না। এই মুহূর্তে রাজ্য বামফ্রন্টের বেশ কয়েকজন তাবড় নেতানেত্রীই করোনায় কাবু। ফলে বাড়তি সতর্কতার প্রয়োজন থাকছেই।