বিতর্কের অবসান, নতুন পদে আস্তানা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সীমান্তরক্ষা বাহিনীর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন রাকেশ আস্তানা। এতদিন ব্যুরো অব সিভিল এভিয়েশনের দায়িত্বে ছিলেন তিনি। এবার এসএস দেওয়ালের পরিবর্তে ডিরেক্টর জেনারেল পদে বসলেন আস্তানা।
রাকেশ আস্তানা নামের সঙ্গে সকলের পরিচিতি দু’বছর আগে। সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে থাকাকালীন আইপিএস অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা।
সিবিআইয়ের ঘরের দ্বন্দ্ব একেবারে জনসমক্ষে উপস্থিত হয়েছিল। অভিযোগ, হায়দ্রাবাদের ব্যবসায়ী সতীশ সানার কাছ থেকে ২.৯৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন আস্থানা। যদিও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আস্থানাকে ক্লিনচিট দেয় আদালত।
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট পেশ নিয়ে দু’পক্ষের মতবিরোধের খবর প্রকাশ্যে আসে। সূত্রের খবর, সেই সময় নলীনির বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে রাজি হননি অলোক বর্মা।
পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি কে?
এই অভিযোগ আদতে মিথ্যা বলে দাবী করেন বর্মা ঘনিষ্ঠরা। যদিও পরবর্তীকালে অলোক বর্মার অপসারণের পর নলিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
উল্লেখ্য, ১৯৮৪ এর গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার পদে নিযুক্ত হন আস্তানা। ২০১৪ সালে আস্তানাকে নতুন দায়িত্ব দেওয়ার বিপক্ষে ছিলেন অলোক বর্মা। এমনকি কংগ্রেস নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে “প্রধানমন্ত্রীর ব্লু আইড বয়” বলেছিলেন।
২০০২ সালের গোধরা কান্ড এবং ১৯৯৭ সালের লালু প্রসাদ যাদবের পশুখাদ্য কেলেঙ্কারি তদন্তের দায়িত্বে ছিলেন আস্তানা। আগামী ৩১ জুলাই অবধি সীমান্তরক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত থাকবেন তিনি।