আন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রেখেছিল কেন্দ্র। আন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করা হলেও আন্তর্জাতিক বিমান পরিষেবা কেন্দ্রের তরফে চালু করা হয়নি।

তাই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার জন্য ১৩ দেশের সঙ্গে বৈঠক করেছে ভারত। এমনটাই জানালেন অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী।

গত জুলাই মাস থেকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার এবং মালদ্বীপে বিমান পরিষেবা চালু করা হয়। নতুন করে অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, নাইজেরিয়া, নিউজিল্যান্ড, বাহরিন, ফিলিপিন্স, ইজরায়েল, রাশিয়া, কেনিয়া, সিঙ্গাপুর, তাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ায় বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের ৷

তাই দ্বিপাক্ষিক বিমান পরিষেবা চালু করার জন্য এয়ার বাবল চুক্তি পাঠিয়েছে ভারত। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

সুশান্ত মৃত্যু রহস্য তদন্তের দায়িত্বে সিবিআই, ‘সত্যি বদলাবে না’-মন্তব্য রিয়ার

এই ১৩ টি দেশ ছাড়াও পড়শি দেশ অর্থাৎ শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, আফগানিস্তানের সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

বিদেশে ভারতীয়রা কোনও সাহায্য থেকে বঞ্চিত না হন, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ওয়া হয়েছে। দাবী কেন্দ্রীয় মন্ত্রীর।

এমনিতেই করোনাকালে বিমান পরিষেবার চাকরি হারিয়েছেন বহু কর্মী। অনেক কোম্পানি ছাটাইয়ের পথ বেছে নেয়। তাই বিমান পরিষেবায় গতি আনতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

২৫ শে মে থেকে স্বাস্থ্য বিধি বজায় রেখে চালু করা হয় অন্তর্দেশীয় বিমান পরিষেবা। স্বাস্থ্য বিধির কথা মাথায় রেখে প্রায় ৫০ শতাংশ কম যাত্রী নিয়েই পরিষেবা দিতে হচ্ছে বিমানগুলিকে।

সম্পর্কিত পোস্ট