লকডাউনের কারণে রাতেই পালিত হল রাজীব গান্ধীর জন্মদিন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার সকাল থেকে পূর্ণ লকডাউন থাকার কারণে বুধবার মধ্যরাতে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজীব গান্ধীর জন্মদিন পালন করলেন উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের আইএনটিউসি কর্মীরা।
করোনাকালে যাতে কোনওভাবে দূরত্ববিধি লঙ্ঘিত না হয় তার জন্যই রাতেই জন্মদিন পালিত হল। তার আগে অবশ্য, কংগ্রেসের আইএনটিইউসি কর্মীরা পিপিই পরে শহরের বিভিন্ন জায়গায় থাকা প্রায় সমস্ত রাজীব গান্ধীর মূর্তি স্যানিটাইজ করেন।
স্যানিটাইজ করা হয় ইন্দিরা গান্ধীর মুর্তিরও।এরপরেই মূর্তিতে মাল্যদান করেন দলীয় কর্মীরা। জন্মদিন উদযাপনরত আইএনটিউসি কর্মীরা বলেন, আমরা ভুলে যাইনি রাজীব গান্ধীকে। দেশের জন্য কত কি করে গেছেন। উনি আমাদের মনের মধ্যেই রয়েছেন।
আলিপুর চিড়িয়াখানায় হোডিং লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, আহত ১
উল্লেখ্য, বৃহস্পতিবারও সামাজিক দূরত্ব বজায় রেখে শহর তথা রাজ্যের কংগ্রেস পার্টি অফিসগুলোতেও মাল্যদান করে শ্রদ্ধা জানান কংগ্রেস কর্মীরা।