অসুস্থ শুভেন্দু অধিকারীর মা, খোঁজ নিলেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ শিশির অধিকারীর স্ত্রী , শুভেন্দু অধিকারীর মা। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই শিশিরবাবুকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রায় ১৫ মিনিট তাঁদের মধ্যে কথা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মমতা জানান, দল তাঁদের পাশে রয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী গায়ত্রী দেবীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন।
বেশ কয়েকদিন ধরে সর্দি , জ্বর থাকায় তাকে ঘিরে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সবাই । উদ্বেগের খবর এসে পৌঁছায় কালীঘাটেও । বিচলিত মুখ্যমন্ত্রী ফোন করেন শিশির অধিকারীকে।
বুধবারই গায়ত্রী দেবীকে নিয়ে আসা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে । তবে আপাতত ভালোই আছেন গায়েত্রী দেবী।
উত্তর বঙ্গোপসাগরে ঘূণীভূত নিম্নচাপ, আগামী ৫দিন চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত
এ প্রসঙ্গে শিশির বাবু বলেছেন, আমার স্ত্রী অসুস্থ হওয়ায় আগে থেকেই হাসপাতালের ব্যবস্থা করেছিলাম। তবে মুখ্যমন্ত্রী ও সব ব্যবস্থা করেছেন । সাধ্য মতো সব করেছেন।ওঁর সঙ্গে আমার সম্পর্ক ভাই-বোনের মতো।
এদিন শিশিরবাবু জানাতে ভোলেননি অধিকারী বাড়ির কর্ত্রীর শারীরিক অসুস্থতা ঘিরে মুখ্যমন্ত্রীর তৎপরতায় আপ্লুত।