জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার পদে নির্বাচিত হলেন প্রাক্তন অর্থসচিব রাজীব কুমার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়েকদিন আগে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে উস্তফা দিয়েছিলেন অশোক লাভাসা। এবার সেই পদের জন্য নির্বাচিত হলেন প্রাক্তন অর্থসচিব রাজীব কুমার।
নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়ে ফিলিপিন্সের নামকরা এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন তিনি।
২০২১ সালের এপিল মাসে মুখ্য নির্বাচন কমিশনারের পদে সুনীল আরোরার মেয়াদ শেষ হয়ে আসছে। নতুন পদের জন্য লাভাসাকে বেছে নেওয়া হত।
কিন্তু তার আগেই এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক থেকে ভাইস প্রেসিডেন্ট অফার দেওয়া হয়। এডিবির প্রাক্তন প্রেসিডেন্ট দিবাকর গুপ্তার অবসরের পর সেই পদে বসবেন লাভাসা।
করোনাকালে প্রবল আর্থিক সংকটে সাইন্সসিটি
তবে আচমকাই লাভাসার ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে৷ শুরু থেকেই শাসক দলের বিরুদ্ধে তাঁর খুব একটা ভালো সম্পর্ক ছিল না। লোকসভা নির্বাচনে মোদি-শাহকে ক্লিনচিট দিতে রাজি ছিলেন না তিনি।
গত বছরেই আয় বহির্ভুত সম্পত্তির অভিযোগ এনে লাভাসার ছেলে আবীরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। সেখান থেকেই শুরু ঠান্ডা লড়াইয়ের অবসান হল গত সপ্তাহে। যখন নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন তিনি।