বঙ্গ রাজনীতিতে প্রাক্তন বিজেপি সভাপতির কামব্যাক সময়ের অপেক্ষা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যপাল পদের মেয়াদ শেষ হলেই ফিরতে চান সক্রিয় রাজনীতিতে। কিছুদিন আগেই তার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।

সক্রিয় রাজনীতিতে ফেরার জন্য কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তিনি। প্রাক্তন বিজেপি সভাপতির রাজনীতিতে ফেরা এখন সময়ের অপেক্ষা৷

টুইটারে প্রাক্তন বিজেপি নেতা জানান, রবিবার বিকেলে কলকাতায় উপস্থিত হবেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের পাশাপাশি কৈলাশ বিজয়বর্গীয় এবং শিবপ্রকাশের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। তিন চারদিনের মধ্যে বঙ্গ রাজনীতিতে নামতে চলেছেন তিনি।

তিনি আরও বলেন, দল বদল করে বিজেপিতে ভাঙন ধরানোর চেষ্টা করছে প্রশান্ত কিশোর। যা রুখে দাঁড়াবেন তিনি। দলের একাধিক নেতাকে একে অপরের বিরোধী বলে দল ভাঙাচ্ছে প্রশান্ত কিশোর৷ অভিযোগ প্রাক্তন বিজেপি সভাপতির।

সোমবার বৈঠকে কংগ্রেস, অ্যাজেন্ডা শুধুমাত্র দলের হাইকম্যান্ড নির্বাচন? নাকি অন্য কিছু?

দিন কয়েক আগে মেঘালয় থেকে তথাগত রায়ের ইঙ্গিত ছিল সক্রিয় রাজনীতিতে প্রবেশ করবেন তিনি। দীর্ঘ সময় রাজ্য কমিটির সদস্য এবং রাজ্য সভাপতি পদে থাকার ফলে বাংলার বিজেপির নাড়ি নক্ষত্র তাঁর জানা। ফলে দলে ফিরে আসলে আদতে লাভ হবে গেরুয়া শিবিরের।

তবে এই মুহুর্তে দলে এলে কোন পদ তিনি পাবেন, তা স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। মে মাসেই রাজ্যপাল হিসেবে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তথাগত রায়ের।

কিন্তু করোনার কথা মাথায় রেখে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। মেঘালয়ের নতুন রাজ্যপাল পদে নিযুক্ত করা হয়েছে সত্যপাল মালিককে।

২০১৫ সালে ত্রিপুরার রাজ্যপাল হিসাবে নির্বাচিত হন তথাগত রায়। ২০১৮ সালে মেঘালয়ের রাজ্যপাল পদে নির্বাচিত হন তিনি। বেশ কিছু সময় অরুণাচল এবং মেঘালয়ের দায়িত্ব সামলেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট