‘মন কি বাত’ অনুষ্ঠানকে কটাক্ষ রাহুল গান্ধীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রত্যেক মাসেই ভারতের জনগণের উদ্দেশ্যে ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মোদির সেই ভাষণকে কটাক্ষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য, সরকার একবার “ছাত্রদের মন কি বাত” শুনুক। জেইই এবং এনইইটির পরীক্ষার তারিখ পিছিয়ে দিক।

সুপ্রিম কোর্টের এবিষয়ে শুনানি রয়েছে সোমবার। তার আগে কংগ্রেস নেতার টুইট জল্পনা বাড়িয়ে দিয়েছে। পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে রবিবারই আর্জি জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।

দু’জনের বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট, করোনার কথা মাথায় রেখে ব্যবস্থা নিক সরকার। আর্জি দুই রাজনৈতিক নেতার।

যদিও এই সমস্ত কিছুকে উপেক্ষা করে দ্রুত পরীক্ষার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। পরিক্ষার্থীদের অ্যডমিট কার্ড পাঠানো হয়ে গিয়েছে। অনেকে তা ডাউনলোড করেছেন।

বঙ্গ রাজনীতিতে প্রাক্তন বিজেপি সভাপতির কামব্যাক সময়ের অপেক্ষা

যদিও পরীক্ষার তারিখ পিছানোর পথে হাটতে নারাজ সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়, ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা পিছোতে দেওয়া হচ্ছে না।

আদালতের তরফে আরও বলা হয়, আরও একবছর হয়তো কোভিড থেকে যেতে পারে। তার জন্য জীবনে কিছু থেমে যেতে পারে না। আপনি কি আরও এক বছর অপেক্ষা করতে চান?

সেপ্টেম্বরেই হওয়ার কথা রয়েছে জেইই এবং এনইইটির। এখন সরকার কোন সিদ্ধান্তের পথে হাঁটে সেটাই এখন দেখার।

সম্পর্কিত পোস্ট