করোনা আক্রান্ত কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র ও বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   করোনা মোকাবিলায় সামনের সারিতে রয়েছেন তিনি। সব রকম সতর্কতাও ছিল, তারপরও করোনা আক্রান্ত হয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও বর্তমান পুর-প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ। বৃহস্পতিবার নিজের ফেসবুকে তিনি এ কথা জানান।

আজ তিনি লিখেছেন, কয়েক মাস ধরে আমাদের শহরের করোনা লড়াইয়ে অংশ নিয়ে প্রথম সারিতে থেকে এবং যথাযথ স্ব-সতর্কতা ব্যবস্থা গ্রহণ করার পরে আমি গতকাল করোনা পজিটিভ হয়েছি।

ভাঙা পা নিয়ে টানা দেড়মাস ধরে চিকিৎসাধীন, এইচআইভি পজেটিভ হওয়ায় চিকিৎসায় নারাজ চিকিৎসকেরা

আমার লক্ষণ গুলো হালকা, তাই আমি আমার স্ত্রীসহ আমার বাসভবনে স্ব-বিচ্ছিন্ন হয়ে আছি। যিনি খুব হালকা লক্ষণসহ ইতিবাচক পরীক্ষাও করেছেন। আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে হালকা লক্ষণ সত্ত্বেও, স্বাস্থ্যসম্মতভাবে আমরা পুরোপুরি সুস্থবোধ করছি।

তিনি আরও বলেন, আমার কোয়ারেন্টাইন সময় শেষ হয়ে গেলে, আমি আবার কাজ শুরু করার অপেক্ষায় রয়েছি। আমি আবারও কলকাতা কর্পোরেশনের পক্ষে সামনের লাইন থেকে নতুন শক্তি, উদ্যোগ এবং উদ্যমের সাথে লড়াই করব।

সম্পর্কিত পোস্ট