বিধানসভার মুখ্যসচেতক হলেন পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পানিহাটির পুর প্রশাসকের দায়িত্ব পেলেন বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। পানিহাটি পুরসভার মুখ্য পুরপ্রশাসক স্বপন ঘোষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারান।
তিনি ছিলেন সম্পর্কে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের ভাই। তাঁর সহযোগিতায় পানিহাটিতে উন্নয়নের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছেন স্বপন ঘোষ। অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর ছিলেন স্বপন ঘোষ।
তাঁর সময়েই রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা, পানীয় জলের প্রভূত উন্নতি হয়েছে। তবে স্বপন ঘোষের অকাল প্রয়াণ এক লহমায় উন্নয়নকে থামিয়ে দিয়েছে। স্বপনবাবুর মৃত্যুর পর অভিভাবকহীন হয়ে পরেছে পানিহাটি।
এই কর্মকাণ্ড যাতে থমকে না যায় তাই নির্মল ঘোষের ওপর দায়িত্ব অর্পণ করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এ ব্যাপারে নির্মল ঘোষ জানালেন, পানিহাটি পুরসভার ৩৫ টি ওয়ার্ড।
আনলক ফোরঃ রেল চললেও এই মুহূর্তে হকার নিষিদ্ধ হতে পারে
৫ লক্ষ মানুষের বসবাস। আমাকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম যে দায়িত্ব দিলেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব ।
যে ভাবে এক অনুগত সৈনিক হিসেবে দলের কাজ করে এসেছি, সেই ভাবেই আমি আমার কর্তব্য পালন করে যাব। আজ, শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
নির্মল ঘোষ মুখ্য পুর প্রশাসকের দায়িত্ব পাওয়ায় পানিহাটির মানুষও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, নির্মল ঘোষের সর্বদা সহাস্য মিষ্টি ব্যাবহার ও সবাইকে আপন করে চলার ক্ষমতা পানিহাটি তৃণমূলকে আরও শক্তিশালী করে তুলবে ।