‘নিঃশর্তে ফিরতে হলে ফিরুন, নয়তো নয়’- শোভন কে স্পষ্ট বার্তা তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত কয়েকদিন তাঁর ফেরা নিয়ে প্রচুর জল্পনা হয়েছে। কখনও তিনি বিজেপির দিকে ঝুঁকেছেন, কখনও আবার জল্পনা তিনি ফিরবেন রাজ্যের শাসকদল তৃণমূলে। তাই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে দৌত্য চালিয়েছেন।
তবে সেসব থেকে বেরিয়ে শনিবার তৃণমূল শীর্ষনেতৃত্ব জানিয়ে দিল, প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে আবার দলে ফিরতে হলে ফিরতে হবে সাধারণ কর্মীর মতোই। এক্ষেত্রে মানা হবে না কোনও শর্ত। নিঃশর্তে ফিরতে হলে ফিরুন। নয়তো নয়।
আর এসবের মাধ্যমেই কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে চরম বার্তা দিল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদের সম্মেলনের পর ঘাসফুলের একেবারে শীর্ষস্তর থেকে ফোন যায় শোভনের কাছে। সেখানে স্পষ্ট জানতে চাওয়া হয়, তিনি কি দলে যোগ দেবেন।
এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার পর তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দলে শোভন ফিরতেই পারেন। কিন্তু মানা হবে না তাঁর কোনও শর্ত।
একইসঙ্গে তাঁকে অন্য সাধারণ কর্মীদের মত পতাকা হাতে নিয়ে দলে যোগ দিতে হবে। কিন্তু শীর্ষ নেতৃত্বের এই কথার পর শোভন কতটা তৃণমূলে ফেরার জন্য উৎসাহী হবেন তা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন উঠে গেল।
আনলক ফোরঃ নতুন গাইডলাইন প্রকাশ কেন্দ্রের, চলবে মেট্রো, ছাড় একাধিক ক্ষেত্রে
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি হচ্ছে। শোভন কোন দলে থাকবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
যে অংশের দাবি ছিল শোভন তৃণমূলে ফিরছেন, তারাই জানিয়েছিল দলে ফিরতে বেশ কিছু শর্ত দিয়েছেন শোভন, ঘাসফুলের তরফ থেকে সেসবই নাকি মেনেও নেওয়া হবে। এর মধ্যে অন্যতম তাঁরে দক্ষিণ ২৪ পরগণার কিছু অংশের দায়িত্ব দেওয়া ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া।
অনেকের দাবি সেই মতো কাজও হয়েছিল।কিন্তু সূত্রের খবর, গতকাল যে ফোন এসেছিল, সেখানে শোভনকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে রত্নাকে সরানোর যেমন কোনও বিষয় নেই, তেমনি শোভনের হাতে দায়িত্ব দেওয়ার বিষয়টিও উচ্চস্তরের কমিটি সিদ্ধান্ত নেবে।
ফলে তাঁর কোনও শর্তই মানা হবে, তা নয়। এরপরেই যদি তিনি দলে আসতে চান, তাহলে স্বাগত, নতুবা দলে আসার প্রয়োজন নেই।
রাজনৈতিক মহলের মতে, এদিনের এই ফোনবার্তার পর স্পষ্ট ঘাসফুলে ফেরা এখন শোভনের পক্ষে কঠিন। তার চেয়ে পদ্মশিবিরে থেকে যাওয়াই বুদ্ধিমানের কাজ। তবে এখন দেখার শেষ পর্যন্ত শোভন নিজে কী সিদ্ধান্ত নেন। তারপরেই অনেককিছুই স্পষ্ট হবে।