আনলক ফোরঃ নতুন গাইডলাইন প্রকাশ কেন্দ্রের, চলবে মেট্রো, ছাড় একাধিক ক্ষেত্রে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে আনলকের চতুর্থ পর্যায় শুরু।

  • মেট্রো রেলের চাকা ঘুরবে ৭ সেপ্টেম্বর থেকে।
  • একই সঙ্গে যে কোনও রকম জমায়েতের ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি করল কেন্দ্র।
  • ১ সেপ্টেম্বর থেকে সামাজিক, ধর্মীয়-সহ বিভিন্ন কারণে ১০০ জনের জমায়েত করা যাবে।
  • তবে কিছু বিধিনিষেধ মানতে হবে।
  • স্কুল, কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ সেপ্টম্বর পর্যন্ত বন্ধই থাকবে।
  • তবে ২১ সেপ্টেম্বর থেকে কিছু বিধিনিষেধ মেনে শিক্ষক, শিক্ষিকা ও উঁচু শ্রেণির পড়ুয়ার কন্টেনমেন্ট জোনের বাইরের স্কুলে যেতে পারবেন।
  • কনটেইনমেন্ট জোনের বাইরে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে।
  • এই পর্বেও সিনেমা হল, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক, থিয়েটার হল খুলবে না।
  • স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি ছাড়া আন্তর্জাতিক বিমান পরিষেবাও বন্ধ থাকবে।
  • এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য ও যাত্রী পরিবহনে কোনও বাধা থাকছে না।
  • তবে এখনও ৬৫ বছরের বেশি ব্যক্তি ও ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের জরুরু প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে।
  • একই ভাবে প্রসূতি ও অসুস্থ ব্যক্তিদেরও বাড়িতে থাকার কথা বলা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবায় অনুমতি দিল রাজ্য সরকার। এই লক্ষ্যে বোর্ডের চেয়ারম্যানকে লোকাল ট্রেন ও মেট্রো চালুর জন্য আবেদন জানিয়ে চিঠি দিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

সূত্রের খবর, শুক্রবার রাতেই পাঠানো চিঠিতে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন যেন গোটা বিষয়টি রাজ্যের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার লোকাল ট্রেন ও মেট্রো চালাতে আগ্রহী। যথাযথ নিয়মবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে রাজ্যে ট্রেন চালানো যেতেই পারে।

রাজনৈতিক মহলের ধারনা মূলত রাজ্য সরকারের ভাবনাচিন্তা কেন্দ্রের নজরে আনতেই চিঠিটি পাঠিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই জানান, লোকাল ট্রেন এবং মেট্রোরেল পরিষেবা পুনরায় চালু করা হলে রাজ্যের কোনও সমস্যা নেই। এমনকী তিনি ৬ শহর থেকে কলকাতায় বিমান পরিষেবা পুনরায় চালু করার অনুমতি দিয়েছিলেন যা জুলাই মাস থেকে স্থগিত ছিল।

ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩ দিন করে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই এবং আহমেদাবাদ— এই ৬টি শহর থেকে কলকাতায় বিমান চলাচল আবার শুরু হতে পারে।’

করোনা আবহে মার্চের ২২ তারিখ থেকে দেশজুড়ে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। আনলক পর্বে শ্রমিক স্পেশ্যাল এবং দূরপাল্লার কিছু ট্রেন চালু শুরু হলেও লোকাল ট্রেন পরিষেবা এখনও বন্ধ। এর জেরে বিপুল ক্ষতির মুখে রেল। তাই সেপ্টেম্বর থেকে ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিষেবা চালুর জন্য প্রস্তুত হচ্ছে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেল। শিয়ালদহর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চালু হলে শুধুমাত্র যাদের কাছে বৈধ টিকিট থাকবে তাঁদের প্ল্যাটফর্ম চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে।

চা পাতা প্রক্রিয়া করণের মাধ্যমে তেল,সাবান ও শ্যাম্পু তৈরীর উদ্যোগ বেসরকারি সংস্থার

এছাড়া, গন্তব্যে পৌঁছানোর পর সেই রাজ্য বা কেন্দ্রশাসিত রাজ্যের যে স্বাস্থ্যবিধি ও অন্যান্য নিয়ম রয়েছে সেগুলি মানতে হবে।

যাত্রীরা যাতে সামাজিক দূরত্ব ও অন্যান্য বিধি-নিষেধ পালন করেন, সেজন্য বিশেষ আরপিএফ ও জিআরপিএফের দল মোতায়েন থাকবে স্টেশন চত্বরে। স্টেশন

যাত্রীদের মাস্ক ও স্যানিটাইজ়ার দেওয়ার জন্য বিশেষ কিয়স্ক তৈরি করা হবে। মেট্রো রেলের তরফেও যাত্রী পরিষেবার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট