তুমুল বর্ষণে ভাঙল ২১ বছরের রেকর্ড, মধ্যপ্রদেশে বন্যায় প্লাবিত ৪৫৪ টি গ্রাম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একদিকে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমন। অন্যদিকে ভারী বর্ষণে ভাসছে মধ্যপ্রদেশ। আর তাতেই তৈরী হয়েছে বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬ জনের। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
আগামী ৪৮ ঘন্টা আরও বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, নরসিংহপুর, ছিন্দওয়াড়া, সেওনি, বালাঘাট, বেতুল এবং হোসাঙ্গাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টিপাত হবে।
সেই সঙ্গে রতনাম, নিমুচ, মন্দসৌর, আগর, সাজাপুর, রাজগড়, সেওপুরকালান জেলায় মাঝারি বৃষ্টির চলবে। তবে আপাতত এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে বিগত কয়েকদিন লাগাতার বৃষ্টির জেরে নর্মদা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে কমপক্ষে ৪০ গ্রামে আটকে পড়েছেন ১২০০ জন বাসিন্দা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা বাহিনীও।
কড়া বিধিনিষেধের মধ্যে ৭ তারিখ থেকে খুলছে দিল্লি মেট্রোর দরজা
একটানা লাগাতার বৃষ্টি মধ্যপ্রদেশের গত ২১ বছরের রেকর্ডকেও ভেঙে দিয়েছে। সংবাদ সংস্থা এ এন আই তে প্রকাশিত একটি ভিডিও মারফৎ দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের চিরায়ু হাসপাতাল ভাসছে জলে।
#WATCH Madhya Pradesh: Water enters Chirayu Hospital in Bhopal as the level of 'Bada Talab' rises due to incessant rainfall in the region. (29.08.2020) pic.twitter.com/04wBEJexVL
— ANI (@ANI) August 29, 2020
করিডর থেকে কেবিন বা বলা ভাল হাসপাতালের যেদিকেই নজর যাচ্ছে দেখা যাচ্ছে জল থইথই করছে। চিকিৎসক থেকে নার্স সকলেই ব্যস্ত জল সরাতে।
উল্লেখ্য করোনা আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশের চিরায়ু হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
শনিবার আকাশপথে মধ্যপ্রদেশের বন্যা পরিস্থিতি প্রত্যক্ষ করার পর তিনি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। তিনি জানিয়েছেন, বন্যায় প্লাবিত হয়েছে মধ্যপ্রদেশের ১২টি জেলার অন্তত ৪৫৪টি গ্রাম। উদ্ধারকাজের জন্য পাঁচটি চপার চেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।