উত্তর প্যাংগং হ্রদ এলাকা পুনরায় ভারতীয় সেনার দখলে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তর প্যাংগং হ্রদের দিকে ক্রমশ ক্ষমতা বাড়িয়ে চলেছিল চিনা ফৌজ। শনিবার রাতে খবর মেলে প্যাংগং লেকের দক্ষিণে ভারতীয় নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে পিপলস লিবারেশন আর্মি। এমনকি সংঘর্ষের খবরও আসে। কিন্তু মঙ্গলবার সেনা সূত্রে খবর, ওই এলাকা পুনরায় দখল নিয়েছে ভারতীয় সেনা।

পুর্ব লাদাখের গালওয়ান সীমান্তে উত্তেজনা এড়াতে একাধিকবার বৈঠকে বসেছে ভারত এবং চিন। চিন নিয়ন্ত্রিত চুসুলে একাধিকবার বৈঠক করেন ভারতীয় সেনার ১৪ নং কোর কম্যান্ডার লেফট্যানান্ট জেনারেল হরবিন্দ্র সিং এবং চিনের শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট কম্যান্ডর মজর জেনারেল লিউ লিন। কিন্তু তাতে বরফ গলেনি। কোনও মতেই সেনা সরাতে রাজি হয়নি লাল ফৌজ।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সীমান্ত লঙ্ঘন করে ভারত অধিকারের চেষ্টা করছে চিন। এই খবর পাওয়া মাত্রই ততপর ছিল ভারতীয় সেনা।

তাই সঠিক সময়ে চিনের আক্রমণ রুখে দেওয়া গেছে। যদিও সীমান্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে চিন। বরং তাদের মন্তব্য, সীমান্ত লঙ্ঘন করার চেষ্টা করেছে ভারত।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/big-success-barasat-district-police-8people-arrested-with-lots-of-firearms/

কিন্তু ভারতীয় নিয়ন্ত্রণ রেখা দখল করতে মরিয়া কেন চিন? তার কারণ হিসাবে উঠে এসেছে প্যাংগং লেকের ৯০ কিলোমিটার চিনের দখলে রয়েছে।

বাকি ৪৫ কিলোমিটারে ভারতীয় সেনার টহলদারি চলে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বাকি ৪৫ কিলোমিটার দখল করতে মরিয়া লাল ফৌজ।

এই মুহুর্তে প্যাংগং হ্রদের পাহাড়ি এলাকায় ফিঙ্গার এরিয়াতে নজরদারি রেখেছে চিনা ফৌজ। পাহাড়ি এলাকাগুলিতে নিজেদের আধিপত্য কায়েম রাখতে পারলে আকসাই চিন অবধি নিজেদের দখলে রাখার প্রয়াস চালাচ্ছে তাঁরা। কিন্তু ভারতীয় সেনার প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে৷

সম্পর্কিত পোস্ট