ভোররাতে প্রধানমন্ত্রীর টুইটারে হ্যাকারদের হানা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হ্যাকারদের মায়াজালে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইট এবং টুইটার হ্যান্ডেলের দিকে। বৃহস্পতিবার ভোররাতে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করে টুইট করা হয়েছে বলে অভিযোগ।
সমস্ত অ্যাকাউন্টে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পৌঁছে দেওয়ার কথা জানানো হয় টুইটারের মাধ্যমে। গোটা ঘটনাটি স্বীকার করেছে টুইটার কর্তৃপক্ষ।
২০১১ সালে শুরু হয় ওয়েবসাইট এবং টুইটার হ্যান্ডেল। ‘নরেন্দ্রমোদি_ইন’ নামে টুইটার হ্যান্ডেলের ফলোয়ারের সংখ্যা ২৫ লক্ষ। বৃহস্পতিবার টুইট করে বলা হয়,আমি আবেদন করছি প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে টাকা জমা দেওয়ার জন্য। এখন থেকে ক্রিপ্টোকারেন্সি চালু হল। এমনকি একটি টুইটে বিট কয়েনের আইডি দেওয়া হয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/letter-from-the-chief-minister-to-the-prime-minister-regarding-the-states-gst-arrears/
এরপর অন্য এক টুইটে বলা হয়, অ্যাকাউন্ট হ্যাক করেছে জন উইক নামে জনৈক কোনও ব্যক্তি। হ্যাকারদের হাত থেকে অ্যাকাউন্টটিকে সুরক্ষিত করা হলেও, ওই সমস্ত টুইটের স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। যদিও টুইটগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি স্বীকার করে টুইটারের তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, একাউন্টটি সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এর প্রভাব অন্যান্য অ্যাকাউন্টগুলিতে পড়বে কিনা তা এখনও জানা যায়নি। যদিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এবিষয়ে কোনও মন্তব্য আসেনি।
চলতি বছরে বেশ কয়েকজন প্রভাবশালী নেতার টুইটার একাউন্ট হ্যাক করা হয়েছিল। যার মধ্যে ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।