অবশেষে বিজেপি বিধায়ককে ব্যান করল ফেসবুক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে বিজেপি বিধায়ক টি রাজাকে ব্যান করল ফেসবুক। ফেসবুকের তরফে জানানো হয়েছে ফেসবুকের পলিসির বাইরে গিয়ে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক। তাই তাকে ব্যান করে দেওয়া হয়েছে।
ফেসবুকের মতো সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে হিংসা বা বিদ্বেষমূলক মন্তব্য করছিলেন টি রাজা। যা ফেসবুকের পলিসির সমস্ত নিয়মকে লঙ্ঘন করে৷ তাই তাঁর একাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে। এমনটাই ফেসবুক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
কিছুদিন আগেই আমেরিকান সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়িক মুনাফার কথা মাথায় রেখে কেন্দ্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে চায়না ফেসবুক। সেখানে উঠে আসে তেলেঙ্গানা বিজেপি বিধায়ক টি রাজার নাম।
অভিযোগ, নিজের ফেসবুক একাউন্ট ব্যবহার করে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন বিজেপি বিধায়ক। কিন্তু বিজেপি বিধায়ক হওয়ায় কোনও পদক্ষেপ নেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। যা নিয়ে তোলপাড় হয় জাতীয় রাজনীতি।
সংসদীয় কমিটির তরফে ডেকে পাঠানো হয় ফেসবুক ইন্ডিয়ার এক্সিকিউটিভ আঁখি দাসকে। পরে রাজনৈতিক ডামাডোলের কারণে টি রাজার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয় ফেসবুক।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-united-states-is-set-to-launch-the-corona-vaccine-in-early-november/
ফেসবুকের তরফে টি রাজাকে একেবারে ব্যান করে দেওয়া হল। বিজেপি বিধায়কের কোনও ছবি ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে ব্যবহার করা যাবে না। যে সমস্ত পেজে বা গ্রুপে তাঁর উপস্থিতি ছিল সেগুলোকেও ব্যান করে দেওয়া হয়েছে।
যদিও কিছুদিন আগে টুইটারে একটি ভিডিও প্রকাশ করে টি রাজা জানিয়েছেন, তাঁর নামে একাধিক ফেসবুক পেজ রয়েছে তিনি আগে জানতেন না। তাঁর নামে কোনও ফেসবুক পেজ নেই বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ভিডিও পোস্টের অভিযোগ এড়িয়ে গিয়েছেন তিনি।
১৬ অগাস্ট প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, গোটা ঘটনাকে এমনভাবে সাজানো হচ্ছে যেন বিশ্বের সবথেকে ভয়ঙ্কর ব্যক্তি। অথচ আমি বলতে চেয়েছিলাম এক কথা। আমার কথা বেঠিক পথে ধরা হচ্ছে। তবে নিজের একটি ইউটিউব চ্যানেল এবং একটি টুইটার উপস্থিতির কথা জানিয়েছেন বিজেপি বিধায়ক।
বুধবার সাংসদ শশী থারুরের নেতৃত্বে সংসদীয় কমিটির বৈঠকে ফেসবুক ইন্ডিয়ার কর্তৃপক্ষদের ডেকে পাঠানো হয়। কমিটির তরফে জিজ্ঞেস করা হয় ভারতে হিংসা বা বিদ্বেষমূলক ভাষণ রোধে ফেসবুক যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তা চেয়ে পাঠানো হয়। এরপরেই বৃহস্পতিবার ফেসবুক বিজেপি বিধায়কের একাউন্ট ব্যান করে দেয়।