সমঝোতাই একমাত্র বিবাদ মেটানোর রাস্তা, চিনকে বার্তা ভারতের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আন্তরিকতার পথ অবলম্বন করেই দুই দেশের মধ্যে শান্তি ফিরতে পারে। বেজিংকে বার্তা দিল নিউ দিল্লি। সমঝোতাই একমাত্র বিবাদ মিটতে পারে বার্তা কেন্দ্রের।
শুধুমাত্র এক পক্ষের পদক্ষেপেই দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা কমতে পারে না সাফ বার্তা বিদেশমন্ত্রকের।
গত সোমবার এবং শনিবার প্যাংগং লেকের দক্ষিণ অংশে ভারতীয় নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করর চেষ্টা চালাচ্ছিল চিনা ফৌজ। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল হয়।
লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে একাধিকবার সেনা কম্যান্ডার এবং কুটনৈতিক পর্যায়ের বৈঠক হয়েছে। কিন্তু এর পরেও সীমান্ত থেকে সেনা সরাতে রাজি হয়নি চিন।
বরং সোমবারের ঘটনার পর ১১৮ টি চিনা অ্যাপ বন্ধ করে দেয় ভারত। কুটনৈতিক পদক্ষেপের পাশাপাশি চিনকে ভাতে মারতে উদ্যোগ নেয় নয়া দিল্লি।
পাবজি সহ ১১৮ টি এপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ এ ধারায় নিষিদ্ধ করার কারণ হিসাবে বলা হয়, এই অ্যাপ গুলি এমন কিছু কাজের সঙ্গে লিপ্ত হয়েছে যার ফলে ভারতের সার্বভৌমত্ব, সুরক্ষা বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/metro-rail-authority-meets-cm-mamata-banerjee-agin-about-kolkta-metro-issue/
ভারতের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে চিন। চিনের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র জাও ফেন জানিয়েছেন, ভারতে যে সমস্ত এপ নিষিদ্ধ করা হয়েছে, সেইসমস্ত এপ ব্যবহারকারীর সংখ্যা মোটেই কম নয়। এর ফলে ব্যাপক আর্থিক সংকটের মুখে পড়তে হবে চিনকে। কোনওরকম আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত ভুল বলে দাবী চিনের।
অন্যদিকে, সোমবার চিনা ফৌজের আক্রমণের আগে থেকেই সীমান্তে কড়া নজরদারি ছিল ভারতের। প্যাংগং হ্রদের আশেপাশে চিনা ফাইটার জেটের উপস্থিতি লক্ষ্য করেই বিপদের আঁচ করে ভারত।
ভারতের নতুন পদক্ষেপ চিনকে বড়সড় ঝটকা দিয়েছে চিনকে। এমনটাই মত কুটনৈতিক মহলের।