কোথায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপি ?

অয়ন দাস

বাংলায় আগামী বিধানসভা নির্বাচনের বাকি মাত্র নয় মাস। করোনা, আমফান সমস্ত কিছুকে ছাপিয়ে তাল ঠুকছে শাসক, বিরোধী দুই পক্ষই।

বাংলা দখলের ফাইনাল যুদ্ধের জন্যে আদৌ কতটা প্রস্তুত কোন দল? নিজেদের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে কে করবে বাজিমাত? শাসন ভার ধরে রাখবে তৃণমূল কংগ্রেস নাকি পরিবর্তনের পরিবর্তন ঘটে ক্ষমতা দখল করবে বাম – কংগ্রেস জোট অথবা বিজেপি?

২০১৯ লোকসভা ভোটের ফলের নিরিখে রাজ্যে এই মুহূর্তে বিরোধী দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে বিজেপি। ১৮ টি আসন দখল করে শাসক তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের দাবি ক্ষমতা দখল শুধু নাকি সময়ের অপেক্ষা। মানুষ ভোট দিতে পারলেই শেষ হয়ে যাবে তৃণমূলের শাসন। সত্যি কী এত সোজা ক্ষমতা দখল?

যেখানে তীব্র লড়াই, আন্দোলন করে আজ ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কয়েক সপ্তাহ আগেই দিল্লিতে বঙ্গের বিজেপি নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্বে।

সূত্রের খবর সেই বৈঠকে তীব্র বাদানুবাদ ঘটে কয়েকজন নেতার মধ্যে। বঙ্গ বিজেপি নাকি একাধিক শিবিরে বিভক্ত। অভিযোগ একাধিক যোগ্য নেতাকে বসিয়ে রাখা হয়েছে তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না।

শাসক তৃণমূল যখন বেকায়দায় পড়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে তখন ছন্নছাড়া প্রধান বিরোধী শক্তি। লোকসভা ভোট আর বিধানসভা ভোটের মধ্যে যে বিস্তর ফারাক আছে অতি সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন তার প্রমাণ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tusharkanti-bhattacharya-is-over-80-years-old-join-tmc/

এই রাজ্যেই ১৯৮৪ লোকসভা নির্বাচনে ১৬ টি আসন জিতেছিল কংগ্রেস, কিন্তু পরের বিধানসভা ভোটেই ভরাডুবি ঘটে। ২৯৪ আসনে লড়াই করে ৪০ এর গণ্ডি পেরোতে পারেনি কংগ্রেস শিবির।

লোকসভা নির্বাচনে বিজেপির মুখ ছিল নরেন্দ্র মোদী, বিরোধী শিবিরে যোগ্য মুখের অভাব ছিল। লোকসভায় বিজেপির  অভাবনীয় ফলের যেটাও একটা কারণ।

কেন্দ্রে বিজেপি সরকার দিয়ে রাজ্যে ক্ষমতা দখল করার পরিকল্পনা ফলপ্রসূ নাও হতে পারে। সেই সঙ্গে বঙ্গের প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। সেই ভোটকে পুরোপুরি বাদ দিয়ে ক্ষমতায় আসার ভাবনা কতটা বাস্তবায়িত হবে তাই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই তৃণমূল শিবির দ্বারস্থ হয়েছে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। দলের ভাবমূর্তি তৈরি করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন পিকে। তিনটে উপনির্বাচনে যার সুফল ঘরে তুলেছে তৃণমূল। সর্বোপরি বঙ্গ বিজেপিকে লড়াই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের বিরুদ্ধে।

এমন কোনো নেতা এখনও বঙ্গ বিজেপি তৈরি করে উঠতে পারেনি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর দেবেন। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে বঙ্গের রাজনীতির ফারাক বিস্তার।

হাতে আর মাত্র নয় মাস, ভুল ত্রুটি শুধরে নিতে না পারলে ক্ষমতা দখলের স্বপ্ন বাস্তবে ঘটা কঠিন। তবে করোনা পরিস্থিতিতে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে বিধানসভা নির্বাচনও। আদৌ করা যাবে সময়ে নির্বাচন? থাকছে সেই প্রশ্নও ।

সম্পর্কিত পোস্ট