দিলীপকে করোনা নিয়ে তীব্র আক্রমণ ফিরহাদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ শনিবার ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর থেকে ডঃ রাধাকৃষ্ণণের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।

এদিন শিক্ষক দিবসে চেতলা গার্লস স্কুলের অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম শিক্ষকদের অভিনন্দন জানান। এরই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে করোনা প্রসঙ্গে তীব্র আক্রমণ করলেন।

তিনি বলেন,’দিলীপ ঘোষের মাথার মধ্যে করোনা হয়েছে। করোনা মোকাবিলায় সবথেকে ভালো উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ। সারা দেশের তুলনায় এ রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান অনেকটাই কম। রিকভারি রেটও দেশের থেকে অনেক বেশি।

তিনি আরও বলেন, দিলীপ ঘোষ ও তার গুরুরা নিজেরাই করোনা নিয়ে রাজনীতি করছেন। যে সময় লকডাউন করার কথা ছিল সে সময় লকডাউন করেনি। যখন লকডাউন দরকার ছিল তখন হাততালি ও ঘন্টা বাজিয়ে গেছে। আর এখন রাজ্যগুলোকে দোষারোপ করছে।

তিনি আরও বলেন, পৃথিবীতে পেট্রোল-ডিজেলের দাম কম সেই সময় আমাদের এখানে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। আর এখানে আলুর ক্ষেত্রে চাষীদের আলু চাষের পর মিডিল ম্যানের জন্য এখানে আলুর দাম বাড়ছে। এটার সঙ্গে তেলের দাম গোলালে হবে না। এখানে আলুর দাম সরকার প্রত্যেকদিন মনিটর করছে।’

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/dg-at-a-meeting-at-jangalmahal-to-review-maoist-activities/

নিট পরীক্ষা নিয়ে রাজ্যকে তোপ দেগেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন তারও জবাব দেন ফিরহাদ। দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন,’ ৭ এবং ১১ সেপ্টেম্বর চক্রান্ত করে লকডাউন করেছে রাজ্য, যাতে ছাত্র-ছাত্রীদের মেধা নষ্ট করা যায়।’

সেই পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিমের বক্তব্য,’ দিলীপ বাবু কী চাইছেন ছাত্রছাত্রীরা বাড়িতে বসে পড়াশোনা করবে না রাস্তায় নেমে আন্দোলন করবে। কেন্দ্র যদি বাস্তবিকই ছাত্র-ছাত্রীদের কথা ভাবত তাহলে এই সময় পরীক্ষার ব্যবস্থা করত না। ওরা তো সব সময় ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে।বিপুল করোনা সংক্রমনের মধ্যে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার ব্যবস্থা না করে ডিজিটাল কিছু ব্যবস্থা কেন করা যাবে না। পরীক্ষা দিতে গিয়ে কেউ আক্রান্ত হলে তার দায় কে নেবে!’

সম্পর্কিত পোস্ট