উত্তপ্ত লাদাখ, মধ্যরাতে চলল গুলি

দ্য কোয়ারি ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠল লাদাখ সীমান্ত। সোমবার গভীর রাতে ভারত এবং চিনের মধ্যে চলে গোলাগুলি।

চিনের দাবী, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চিনের মাটিতে প্রবেশ করে গুলি চালিয়েছে ভারত। যদিও ভারতের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

পরিস্থিতি সামাল দিতে পিপলস লিবারেশন আর্মিকে এগিয়ে আসতে হয় বলে জানিয়েছে চিনা ফৌজ। কিন্তু এই পাল্টা পদক্ষেও কি নেওয়া হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

সোমবার চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের তরফে জানানো হয়েছে, প্যাংগং লেকের দক্ষিণ দিকে শেনপাও পাহাড়ের কাছে ফের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় সেনা। এমনকি গুলি চলে বলে দাবী গ্লোবাল টাইমসের। পাল্টা চিন গুলি চালালেও পরবর্তীতে কি হয়েছে তা এখনও জানা যায়নি।

গত মে মাস থেকে চলা লাদাখের চিন সীমান্তের পরিস্থিতি আরও একবার উত্তপ্ত হতে শুরু করেছে। সেনা পর্যায়ের একাধিক বৈঠকের পর এই সমস্যার সমাধান হয়নি।

কিছুদিন আগে প্যাংগং লেকের দক্ষিণ অংশে হামলা চালায় চিনা ফৌজ। ভারতীয় সেনার তৎপরতায় নিয়ন্ত্রণে আসে৷

সম্প্রতি মস্কোতে চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কিন্তু লাদাখ সীমান্তে উত্তেজনা এখনও অবধি জারি রয়েছে।

এর আগেও ভারতের পক্ষে থেকে দাবী করা হয়, সমঝোতার মাধ্যমে চিনা সমস্যার সমাধান করা সম্ভব৷ কিন্তু ভারতের আগ্রাসী মনোভাব চিনকে বিপাকে ফেলতে পারে বলে মনে করছে কুটনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট