১৬৯ দিন বন্ধ থাকার পর এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়াতে প্রস্তুত মেট্রো

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: আর সপ্তাহ খানেকের অপেক্ষা। আগামী সোমবার থেকেই সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে মেট্রোর দরজা।

করোনা সংক্রমনের কারণে ১৬৯ দিন বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে মেট্রোয় যাত্রী পরিষেবা। আপাতত কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

এই পথে মেট্রো চালানোর জন্য সর্বাধিক ১৫ মিনিট এবং সর্বনিম্ন ১০ মিনিট অন্তর মেট্রো চালানো হবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আপাতত ঠিক হয়েছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেট্রো।

এই সময় যা ঠিক হয়েছে সকাল ৮ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত,আর বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মেট্রো চলবে ১০ মিনিট অন্তর অন্তর। বাকি সময় মেট্রো চালানো হবে ১৫ মিনিট অন্তর।

আপাতত ১১৩ টি রেক চালানো হবে বলে ঠিক হয়েছে। মেট্রোর ট্রায়াল রান শুরু হবে ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার দিন। মাত্র ৮৫ টি মেট্রো চালানো হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

রাজ্য সরকারের অনুরোধে এই দিনটিতে বিশেষ ভাবে মেট্রো চালানো হবে। তবে এই দিন শুধু স্মার্টকার্ড নয় পেপার টিকিটের মাধ্যমে মেট্রো চলাচল করা যাবে।

মূলত দিনটিকে ট্রায়াল রান হিসেবেই দেখছে মেট্রো কর্তৃপক্ষ দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে পরিষেবা চালু করার আগে এই ট্রায়াল রান ভীষন জরুরী।

এদিকে আগামী 14 সেপ্টেম্বর থেকে মেট্রো চালানোর জন্য একগুচ্ছ নতুন পদক্ষেপ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো স্টেশনে ঢোকার আগে প্রত্যেক যাত্রীর থার্মাল চেকিং এবং কিউ আর কোড পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় সফল হলেই তাকে মেট্রোরেলের ভিতরে ঢুকতে দেওয়া হবে। স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে পুলিশ।

মেট্রো চলাচল শুরু হলে ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সর্তকতা থাকবে লালবাজারের। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রত্যেক ঘন্টায় মেট্রো

যাত্রীদের জন্য থাকবে আলাদা কিউআর কোড। স্মার্টফোনে সেই কিউ আর কোড দেখাতে হবে সারফেস গেটে।

সেখানেই থাকবে মেটাল ডিটেক্টর থার্মাল গান সহ অন্যান্য সুরক্ষার জিনিসপত্র। এছাড়াও সেখানে থাকছে স্যানিটাইজারের ব্যবস্থা। প্রত্যেক যাত্রীকেই হাত স্যানিটাইজ করে ভেতরে ঢুকতে হবে।

মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে যাত্রাপথে যতটা সম্ভব কম জিনিসপত্র বহন করতে।

মোটের উপর আগামী ১৩ এবং ১৪ সেপ্টেম্বর থেকে মেট্রোরেলে এক নয়া কর্মযজ্ঞ শুরু হতে চলেছে। এখন দেখার এই বাড়তি সর্তকতার নেওয়ার পর আদেও করোনা সংক্রমণ রোগ যায় কিনা।

সম্পর্কিত পোস্ট