বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন, রণনীতি নির্ধারণে বৈঠকে লোকজনশক্তি পার্টি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিহার বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী রণনীতি নিয়ে বৈঠকে বসে লোকজনশক্তি পার্টি। সোমবার সংসদীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন দলের প্রধান চিরাগ পাসোয়ান।
চলতি বছরের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জনতাদল ইউনাইটেডের সঙ্গে লড়াই করতে নারাজ চিরাগ পাসোয়ানের দল।
জেডিইউ সংসদীয় বৈঠকে দলের নেতৃত্বরা জানান, বিজেপির নেতাদের তরফে বারবার বলা হচ্ছে এবারের নির্বাচনে এলজেপির সঙ্গে লড়াই করতে নারাজ তাঁরা। তাই বিজেপির সঙ্গে লড়াই করতে চান তিনি।
সূত্রের খবর, করোনা মোকাবিলা থেকে শুরু করে বন্যা নিয়ন্ত্রণে নীতিশ কুমার বিহারে ব্যর্থ হয়েছেন। তাই জেডিইউয়ের সঙ্গে লড়াই করতে চাইছে না চিরাগ পাসোয়ানের দল।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/accused-of-beating-to-death-in-front-of-police-in-uttar-pradesh/
সূত্রের খবর, চিরাগ পাসোয়ানের বক্তব্য অনুযায়ী তাঁর দল কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়। দলের জন্য বিহার আগে, এমনটাই মন্তব্য করেছেন তিনি।
এলজিপি বিধায়ক রাজু তিওয়ারি জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচনের জন্য ১৪৩ টি কেন্দ্রের জন্য প্রার্থী নির্বাচিত করেছে এলজেপি। এরপর সেই মনোনিত প্রার্থীদের নাম সংসদীয় বৈঠকে পাঠানো হয়। যদিও দলের প্রধানের সিদ্ধান্তই শেষ কথা হবে বলে জানানো হয়েছে।
বিহারের ২৪৩ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে ২৯ নভেম্বর। তার আগে চিরাগের রণনীতি দলের ভবিষ্যৎ ঠিক করবে। জানিয়েছে বিশেষজ্ঞরা।