করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, বারাসাত থেকে গ্রেফতার ২বিজেপি কর্মী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোষ্ট করে গুজব ছড়ানোর অভিযোগে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। ধৃতদের নাম ছোট্টু খাসকেল ও সঞ্জীব সিং। মঙ্গলবার সকালে বারাসাতের অশ্বিনী পল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।
সম্প্রতি ওই এলাকার করোনা পরিস্থিতি উদ্বেগজনক বলে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার অভিযোগ উঠে চার বিজেপি নেতা ও কর্মীর বিরুদ্ধে। এর জেরে বিভ্রান্তি ছড়ায় এলাকায়। শুরু হয় বিতর্কও। অভিযোগ,গুজব ও আতঙ্কের জেরে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন।
কাজ হারিয়ে কার্যত বিপাকে পড়েছেন তাঁরা।বিতর্ক দানা বাঁধায় সোশ্যাল মিডিয়া থেকে বিতর্কিত সেই পোস্ট ডিলিট করে দিতে বাধ্য হন অভিযুক্তরা। তবে এতেও ক্ষোভ এতটুকু কমেনি এলাকার বাসিন্দাদের। এই বিষয়ে সোমবার সন্ধ্যায় অভিযুক্ত বিজেপির চার নেতা ও কর্মীর বিরুদ্ধে বারাসাত থানায় গণ সাক্ষরিত অভিযোগ পত্র দায়ের করা হয়।
এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার সকালে চার অভিযুক্তের মধ্যে দু’জনকে ধরা সম্ভব হলেও বাকি দুজন পুলিশ আসার আগেই গা ঢাকা দেয়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
করোনোর গ্রাফ প্রতিদিনের ঊর্ধ্বমুখী হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলায়। গত ২৪ ঘন্টায় সংক্রমনের নিরিখে কলকাতাকেও ছাড়িয়ে গিয়েছে এই জেলা। প্রায় ৫৭৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ইতিমধ্য মৃত্যু হয়েছে ১৩ জনের।
জেলার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি সদর শহর বারাসাতে। ইতিমধ্যে সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণের বাড় বাড়ন্তের কারনে অশ্বিনী পল্লি এলাকার সমস্ত বাজার ও দোকানপাট সাতদিন বন্ধ রাখার নির্দেশ দিয়ছে বারাসত পৌরসভা।
তার মধ্যেই বিজেপির তরফে সম্প্রতি এলাকায় চলে স্যানিটাইজ করার কাজ । সেই কাজের ছবিও তোলে তারা ।অভিযোগ,এরপরই অতি উৎসাহী হয়ে এলাকার চার বিজেপি নেতা ও কর্মী স্যানিটাইজ করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ।
সেখানে লেখা হয় এলাকার বহু মানুষ করোনায় আক্রান্ত। এমনকি,করোনায় ১০ জনের মৃত্যুও হয়েছে বলে পোস্টে জুড়ে দেওয়া হয়। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মূহুর্তে সেই পোস্ট ছড়িয়ে পড়ে। অভিযোগ তারপর থেকেই এলাকার ডেইলি লেবারের একাংশের দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে গেছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ,”ভুয়ো পোস্টের জেরে এলাকার আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আতঙ্কিত হয়ে বেশিরভাগ দোকানদার তাঁদের মুদিখানার জিনিসপত্র দিতে রাজি হচ্ছেন না। যারা দিনমজুর ও বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেন তাঁদের কর্মস্থলে কাজে নেওয়া হচ্ছে না।
করোনা আবহে কর্মহীন হয়ে পড়েছেন এলাকার প্রায় ৪০ টি পরিবারের অধিকাংশ মানুষ”। যাদের ভুয়ো পোস্টের জেরে আতঙ্ক ছড়িয়েছে ,সেই দোষী বিজেপি নেতা ও কর্মীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন তাঁরা।
করোনা থাবাঃ বাদল অধিবেশন মাত্র ১ দিনেই শেষ
এদিকে,পরিস্থিতি বেগতিক বুঝে সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি ডিলিট করে দেয় অভিযুক্ত বিজেপি নেতা ও কর্মীরা।বাসিন্দাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেই ক্ষোভ প্রকাশ করেন পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃনমূল নেতা সমীর তালুকদার।
তিনি বলেন,”কোরোনা পরিস্থিতিতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই এই ভুয়ো পোস্ট করা হয়েছে। সম্প্রতি অশ্বিনী পল্লী এলাকায় এক বৃদ্ধ মারা গিয়েছেন এটা সত্যি। কিন্তু,মৃতের যেহেতু করোনা পরীক্ষাই হয়নি তাই তাঁর মৃত্যু করোনাতে হয়েছে তা বলা যাবেনা। এমন স্পর্শকাতর বিষয়ে ভুয়ো পোষ্ট,তার জেরে মানুষের কর্মহীন হয়ে পড়া,কিছুতেই মেনে নেওয়া হবেনা।প্রয়োজনে আইনের দ্বারস্থ হব”।
স্থানীয় বিজেপি নেতা শঙ্কর সরকার পাল্টা দাবী তারা পুরসভা এলাকা কোয়ারেন্টাইন জোন করে বাজার লকডাউন করেছে।আর সেই খবর ছড়িয়ে পড়ে যত বিপত্তি। শাসক দল নিজেদের ব্যর্থতা ঢাকতেই দায় চাপাচ্ছে বিজেপি কর্মীদের উপর।