আফগানিস্তানের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহের কনভয় লক্ষ্য করে হামলা, নিহত দুই আহত একাধিক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আফগানিস্তানের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহের কনভয় লক্ষ্য করে হামলা। নিহত দুই আহত একাধিক। বুধবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের এই ঘটনা গোটা দেশে আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনায় উপরাষ্ট্রপতির কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। সালেহের মিডিয়া অফিসের তরফে জানানো হয়েছে, জঙ্গি হামলা সম্পুর্ণভাবে ব্যর্থ হয়েছে। সালেহের কোনও ক্ষতি হয়নি।

মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, ২ জন মারা গিয়েছেন এবং ১২ জনের অধিক আহত। সালেহের ঘনিষ্ঠদের তরফে জানানো হয়েছে, তাকে হত্যার জন্যই বেরিয়েছিল সুইসাইড বম্বার।

ঘটনাস্থলের কাছাকাছি একটি গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। গত বছরের রাষ্ট্রপতি নির্বাচনের সময় একেবারে সুচাগ্র ভাষায় তালিবানকে আক্রমণ করেন সালেহ।

এর আগে কাবুলে সালেহের অফিসে একটি বিস্ফোরণে ২০ জন প্রাণ হারান। ৫০ জন আহত হন৷  বুধবার কাতারের রাজধানী দোহাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই হামলা কূটনৈতিক মহলে আশঙ্কা বাড়িয়েছে।

সম্পর্কিত পোস্ট