২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৬ হাজার

দ্য কোয়ারি ডেস্ক : করোনা সংক্রমণে নতুন রেকর্ড ভারতের। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬,৫৫১ জন।

কোভিড সংক্রমণে গত ২৪ ঘন্টায় মৃত ১২০৯ জন। সুস্থ হয়েছেন ৭০,৮৮০ জন। ভারতে এখন সুস্থতার হার ৭৭.৬৫ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৫,৬২,৪১৪। এখনও অবধি কোভিডে প্রাণ হারিয়েছেন ৭৬,২৭১ জন। মৃতের হার ১.৬৭ শতাংশ। সুস্থ হয়েছে ৩৫,৪২,৬৬৩ জন।

মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৩,৪৪৬ জন। এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯,৬৭,৩৪৯ জন। সংক্রমণে মৃত ২৭,৭৮৭ জনের। সুস্থ হয়েছেন ৬,৮৬,৪৬২ জন।

অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০,১৭৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫,৩৭,৬৮৭ জন। সংক্রমণে মৃত ৪,৭০২ জন। সুস্থ হয়েছেন ৪,৩৫,৬৪৭ জন।

তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৫২৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪,৮৬,০৫২ জন। রাজ্যে সংক্রমণে মৃত ৮১৫৪ জন। সুস্থ হয়েছেন ৪,২৯,৪১৬ জন।

উত্তরপ্রদেশে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ৬৯৮৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,৯২,০২৯ জন। রাজ্যে কোভিডে মৃতের সংখ্যা ৪২০৬ জন। কোভিডকে পরাজিত করে ২,২১,৫০৬ জন।

কর্ণাটকে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৯,২১৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪,৩০,৯৪৭ জন। কর্ণাটকে কোভিডে মৃতের সংখ্যা ৬৯৩৭ জন। সুস্থ হয়েছেন ৩,২২,৪৫৪ জন।

রাজধানী দিল্লিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৩০৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,০৫,৪৮২ জন। মৃত ৪৬৬৬ জন। সুস্থ হয়েছেন ১,৭৫,৪০০ জন।

সম্পর্কিত পোস্ট