মেট্রোর পথেই পুজোর আগেই কি চালু লোকাল ট্রেন?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  গত কয়েক মাসের টানা লকডাউন বদলে দিয়েছে মেট্রোরেলের চেনা ভিড় ও ব্যস্ততার ছবি। শুক্রবার প্রতিটি মেট্রো স্টেশনে চরম ব্যস্ততা যাত্রীদের। ১৭৪ দিন টানা বন্ধ থাকার পর রবিবার থেকেই ফের চলতে শুরু করবে মেট্রো চাকা।

প্রথমদিন পরীক্ষার্থীদের নিয়ে মেট্রো চললেও, সাধারণ যাত্রীদের নিয়ে যাত্রা শুরু সোমবার।ওইদিন সকাল আটটায় দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রোর যাত্রা শুরু হবে, আর ই-পাস বুকিং শুরু হবে রবিবার রাত ৮ টা থেকে। এখন তারই প্রস্তুতি চলছে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ট্রেনের সংখ্যা ও সময়সূচি বদলাচ্ছে। দিনের শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে যাবে রাত ৭ টায়। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী।

জানা গিয়েছে, কলকাতা মেট্রোর মতোই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও। সারা দিনে ২০ মিনিট অন্তর সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত আপাতত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।

পুজোর আগেই ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালু করে দেওয়া হতে পারে বলেও জানান কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। তবে সারা সপ্তাহ চললেও আপাতত রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

পাশাপাশি, কলকাতা মেট্রোর জিএম আরও জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম থাকার কারণে যাতায়াতের জন্য ই-পাস লাগবে না। শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

অন্যদিকে, আরও জানা গিয়েছে যে, নিট পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী রবিবার এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে মেট্রোর সময়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/centtral-government-besides-state-to-meet-the-revenue-deficit/

বেলা ১১টার পরিবর্তে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, এর জন্য ৬৬ থেকে বাড়িয়ে ৭৪ করা হয়েছে মেট্রোর সংখ্যা।

সোমবার থেকে সকলের জন্য শুরু হওয়া কলকাতা মেট্রোর যাত্রীদের ক্ষেত্রে ই-পাস বাধ্যতামূলক জানানোর পাশাপাশি, রাজ্য পরিবহণ দফতরের ‘পথদিশা’ অ্যাপ ও মেট্রো রেলের ওয়েবসাইট এবং মেট্রো রেলের নিজস্ব অ্যাপ থেকেও ই-পাসের লিঙ্ক পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

যাত্রী সংখ্যা অনুযায়ী ট্রেনের কামরায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং প্রত্যেক স্টেশনে ট্রেন থামার সময়সীমা ২০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে বলেও মেট্রো রেল সূত্রে খবর।

এছাড়াও, দমদম, এসপ্ল্যানেড, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনে স্মার্ট কার্ড ভেন্ডিং মেশিনে রিচার্জ করা ছাড়াও নতুন কার্ড কেনা যাবে বলেও জানা গিয়েছে।

স্টেশনে ঢোকার সময়ে যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলকের পাশাপাশি প্ল্যাটফর্মে ঢোকার আগে যাত্রীদের হাত স্যানিটাইজ় করা, মেট্রোর প্রতিটি কামরায় একটি করে আসন ফাঁকা রেখে যাত্রীদের বসার ব্যবস্থা করা এবং একটি ট্রেনে সর্বাধিক ৪০০ জন উঠতে পারবেন বলে মেট্রো রেল সূত্রে খবর।

অন্যদিকে, শিশু এবং বয়স্ক যাত্রীদের মেট্রোয় যাতায়াত না-করার পরামর্শও দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, স্বাভাবিক সময়ে একটি ট্রেনে ৩০০০ যাত্রী যেতে পারত এখন সেখানে যেতে পারবে মাত্র ৪০০ যাত্রী।

তাই আয় কমবে নিশ্চিত। তবে যেখানে ৬ লক্ষ যাত্রী প্রতিদিন যাতায়াত করত সেখানে এক লাখের কম যাত্রী মেট্রোয় যাতায়াত করলে বড় ক্তির মুখে পড়তে হবে তাদের।

মেট্রোর নতুন গাইডলাইনঃ 

কিউআর কোড বিশিষ্ট রঙিন ই-পাস বাধ্যতামূলক কলকতা মেট্রোয়
এই কিউ-আর কোড ই-পাস হবে ১২ টি রঙের।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কোনও লাগবে না।
‘পথদিশা’ অ্যাপ ও মেট্রোর ওয়েবসাইট এবং মেট্রো অ্যাপ থেকে মিলবে ই-পাস।
ই-পাসের জন্য প্রথমে লিঙ্কে বা অ্যাপে ঢুকতে হবে।
নিজের নাম দিতে হবে
যে স্টেশন থেকে আপনি যাত্রা করছেন তার নাম ও গন্তব্যে স্টেশনের নাম দিতে হবে।
সকাল ৮টা থেকে রাত ৮ টার মধ্যে কখন যাত্রা করতে চান তা জানাতে হবে
ওই সময় আপনার জন্য সিট আছে কিনা তা জানিয়ে দেবে অ্যাপ।
যদি তা না থাকে তাবে আপনাকে পরবর্তী সূচি বাছতে হবে।
যদি সিট থাকে তা বুক ও ডাউনলোডের জন্য আপশান দেখা যাবে
তা ক্লিক করলেই কিউ-আর কোড পাওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট