নিখোঁজ ৫ যুবককে ফিরিয়ে দিয়েছে পিপলস লিবারেশন আর্মিঃ সেনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি মাসের শুরুতে নিখোঁজ হয় পাঁচ অরুণাচল প্রদেশের বাসিন্দা। শনিবার সকালে তাঁদের সকলকে ফিরিয়ে দিয়েছে পিপলস লিবারেশন আর্মি। এমনটাই সেনা সূত্রে খবর।

অরুণাচলের কিভিথু বর্ডার পোস্ট দিয়ে চিন নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করতে প্রায় ঘন্টা খানেক সময় লেগেছে বলে জানা গিয়েছে।

শুক্রবার টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু জানিয়েছেন, পাঁচ অরুণাচল বাসিন্দাকে ফিরিয়ে দিতে রাজি হয়েছে পিপলস লিবারেশন আর্মি। শনিবারই তাঁদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

১ লা সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন বাসিন্দারা। চলতি সপ্তাহে পাঁচ অরুণাচল বাসিন্দার উপস্থিতি নিশ্চিত করে চিন।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ২ সেপ্টেম্বর সুর্বণসিরি অতিক্রম করে চিনের সীমান্তে প্রবেশ করে এই পাঁচ জন শিকারী। ৮ সেপ্টেম্বর তাঁদের উপস্থিতি সুনিশ্চিত করে লাল ফৌজ। পরবর্তীতে ভারতীয় সেনার তৎপরতায় তাঁদের ফিরিয়ে আনা হয়।

মুলত লঙ রেঞ্জ পেট্রোলিংয়ের ক্ষেত্রে লোকালদের থেকে সাহায্য নিয়ে থাকে ভারতীয় আর্মি এবং ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/jadavpur-labor-market-will-provide-vegetables-at-fair-price/

ম্যাকমোহন লাইন থেকে শুরু করে পুরো বর্ডার এরিয়াতে স্থানীয়দের সাহায্য নিতে হয় আর্মিকে। অনেক সময় সীমা অতিক্রম করে শিকারের উদেশ্যে এগিয়ে যান স্থানীয়রা। তাতেই বিপত্তি ঘটে।

চলতি বছরের মে মাস থেকে লাদাখ ইস্যুতে ভারত এবং চিনের সংঘাত একেবারে চরমে গিয়ে পৌঁছেছে। একাধিক সেনা এবং কূটনৈতিক পর্যায়ের বৈঠকের পর উত্তেজনা কমাতে প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের বৈঠক হয়। তারই মাঝে ৫ অরুণাচল বাসিন্দার নিখোঁজের খবর উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল।

সম্পর্কিত পোস্ট