আগামী ২৪ ঘণ্টায় দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুত্ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা সম্ভাবনা।
জলীয়বাষ্প থাকে আদ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রী গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রী সর্বোচ্চ জলীয়বাষ্প ৯১% বৃষ্টি হয়নি।
দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুত্-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আগামী সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/husband-accused-of-selling-liquor-illegally-arrested-wife/
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে তিন থেকে চার দিন।
আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, রবিবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে।
মৌসুমী অক্ষরেখা উত্তরে সরছে। এর প্রভাবে আগামী তিন-চার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। নিম্নচাপের প্রভাবে উড়িষ্যাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।