গ্রেফতার দিল্লি হিংসায় অভিযুক্ত জেএনইউয়ের প্রাক্তন নেতা ওমর খালিদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লির হিংসামূলক ঘটনায় অভিযুক্ত জওহরলাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা ওমর খালিদকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দীর্ঘ সময় ধরে জেরা করার রবিবার ওমর খালিদকে গ্রেফতার করা হয়। এদিন তাঁকে গ্রেফতার করে দিল্লির পুলিশের স্পেশাল সেলের অফিসাররা। ওমর খালিদের ওপর ইউএপিএ লাগু করা হয়েছে।
Activist and former JNU student Umar Khalid arrested by special cell in connection with his alleged role in the violence of Northeast Delhi: Delhi Police (File pic) pic.twitter.com/LIwLZ8ypjg
— ANI (@ANI) September 13, 2020
এর আগেও দিল্লির হিংসামূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগে আগেও জিজ্ঞাসাবাদ করে দিল্লির পুলিশের স্পেশাল সেল। ওমর খালিদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর আগে ২ রা সেপ্টেম্বর ওমর খালিদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উত্তর-পুর্ব দিল্লির হিংসামূলক ঘটনায় ৫০ এর অধিক মানুষ প্রাণ হারান। প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।
শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলনে ভাষণ দেন ওমর খালিদ। সঙ্গে ছিলেন খালিদ সাইফি। সেবিষয়ে জিজ্ঞাসবাদের জন্য ১ লা অগাস্ট দিল্লি পুলিশের তরফে ওমরকে ডেকে পাঠানো হয়।
চলতি বছরের জুন মাসে ‘ইউনাইটেড এগেনস্ট হেট’ নামক সংস্থার প্রতিনিধি খালিদ সাইফিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে তোলা অভিযোগে জানানো হয়, প্রাক্তন আপ কাউন্সিলর তাহির হোসেনের সঙ্গে ওমর খালিদের বৈঠক স্থির করে সাইফ।
এর আগে শনিবার দিল্লির হিংসামূলক ঘটনার চার্জশিটে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব, অর্থনীতিবীদ জয়তী ঘোষ, পরিচালক রাহুল রায় এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অপুর্বানন্দের নাম উঠে আসে।
দিল্লি ক্রাইম ব্রাঞ্চের তরফে করকরডুমা আদালতে সেই চার্জশিট পেশ করা হয়। যা নিয়ে গোটা দেশজুড়ে প্রতিবাদে সরব হয়েছে বাম দলগুলি।
ওমরের বাবা টুইট করে জানিয়েছেন, রাত ১১ টা নাগাদ ওমরকে গ্রেফতারের পর রাত ১ টা অবধি ওমরকে জিজ্ঞাসাবাদ করেন দিল্লি পুলিশের স্পেশাল সেল।
My son Umar Khalid has been arrested tonight at 11:00 pm by Special Cell, Delhi Police under UAPA. Police was questioning him since 1:00 pm. He has been implicated in Delhi Riots. #StandWithUmarKhalid
— Ilyas SQR (@Dr_SQRIlyas) September 13, 2020